
মো. আ. জব্বার : বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ শাখার নায়েবে আমীর, জামায়াতের ফুলবাড়ীয়া থেকে মনোনীত প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন বলেন, আওয়ামী লীগ ছাড়া আজ সকল মানুষ একত্রিত হয়েছে। দেশের স্বার্থে আমাদেরকে একত্রিত থাকতে হবে। আমাদেরকে মডেল ফুলবাড়ীয়া গড়ার স্বপ্ন দেখতে হবে। আগামীদিনে মডেল ফুলবাড়ীয়া গড়তে চাই।
গত সোমরাব (১৭ মার্চ) স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর মো: আব্দুল করিম বলেন, দুর্নীতিবাজদেরকে দিয়ে ইনসাফ কায়েম হবে না। জনগণের সমর্থন নিয়ে জামায়াতে ইসলামি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কোরআনের বিধান চালু করে ইনসাফ কায়েম করতে চায়।
তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তাদের স্বার্থ হাসিলের জন্য জেল, জুলুম ও ফাসি দিয়ে বিরুদী দলের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। এমনকি আয়নাঘর বানিয়ে সেখানে মানুষকে অমানুষিক নির্যাতন করেছে, এমন কোন নির্যাতন বাকি রাখে নাই- যা মানুষর উপর চালায় নি। তিনি আরও বলেন, হাসিনা যখন ফেরাউনের পর্যায়ে চলেগিয়েছিল, তখনই দেশের মানুষ তাদের অধিকার আদায়ে ছাত্র-জনতার কাতারে এসে আন্দোলন করে ফ্যাসিবাদী হাসিনাকে দেশ ছাড়া করেছে। হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।
ছনকান্দা রোডস্থ পালকি কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে ফুলবাড়ীয়া জামায়তের আমীর মো: ফজলুল হক শামীম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর অধ্যাপক জসিম উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এড. মাহবুবুর রশিদ ফরাজী।
উপজেলা জামায়াতের সেক্রেটারী ডা: আব্দুর রাজ্জাক এর পরিচালনায় এতে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির এবি ছিদ্দিক, আশিকুল হক আশিক, পৌর বিএনপির সভাপতি,এ,কে,এম শমসের আলী, ইসলামী আন্দোলনের এড. মোস্তাক আহমেদ, প্রধান শিক্ষক মো: আব্দুল মজিদ, মাওঃ বোরহান উদ্দিন, ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম প্রমূখ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ রকনুজ্জামান সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। ইফতারের পূর্বে দেশ ও জাতীর কল্যাণে মোনাজাত করা হয়।