খেলাধুলা

নাসার নভোচারীদের ফেরাতে আইএসএসে স্পেসএক্সের ক্যাপসুল

টাইমস ২৪ ডটনেট: স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল চারজন নভোচারীকে নিয়ে গতকাল ভোরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে, যা নাসার ক্রু-বদল মিশনের অংশ।স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল চারজন নভোচারীকে নিয়ে গতকাল ভোরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে, যা নাসার ক্রু-বদল মিশনের অংশ। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হওয়ার পর ক্যাপসুলটি ২৯ ঘণ্টা পর আইএসএসে পৌঁছায়। মিশনটির মাধ্যমে বুচ উইলমোর ও সুনি উইলিয়ামসকে নয় মাস পর পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। তারা বোয়িং স্টারলাইনার ক্যাপসুলের ত্রুটির কারণে আইএসএসে আটকা পড়েছিলেন। ক্রু-১০ মিশনটি তাদের প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সূত্র: রয়টার্স।

Related Articles

Back to top button