জাতীয়

পুতিনের সঙ্গে ভূমি ও বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা করবেন ট্রাম্প

ইউক্রেনে যুদ্ধবিরতি

টাইমস ২৪ ডটনেট: ট্রাম্প বলেন, মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলব। এ সপ্তাহে অনেক কাজ এগিয়েছে। যুদ্ধ শেষ করতে পারি কিনা তা দেখতে চাই। হয়তো পারব, হয়তো পারব না। তবে এবার ভালো সুযোগ এসেছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, তিনি মঙ্গলবার (১৮ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা করবেন। তিনি জানিয়েছেন, উভয়পক্ষ এরইমধ্যে কিছু নির্দিষ্ট সম্পদ ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু করেছে। খবর দ্য গার্ডিয়ান।ট্রাম্প বলেন, মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলব। এ সপ্তাহে অনেক কাজ এগিয়েছে। যুদ্ধ শেষ করতে পারি কিনা তা দেখতে চাই। হয়তো পারব, হয়তো পারব না। তবে এবার ভালো সুযোগ এসেছে।


তিনি আরো বলেন, আমরা ভূমি নিয়ে আলোচনা করব, বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা করব। ছাড়ের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি মনে করি, ইউক্রেন ও রাশিয়া এরইমধ্যে এ বিষয়ে অনেক আলোচনা করেছে। আমরা নির্দিষ্ট সম্পদ ভাগাভাগি নিয়ে কথা বলছি।ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, পুতিন যুদ্ধবিরতির ধারণাকে স্বীকার করেছেন এবং আলোচনাগুলো ইতিবাচক হয়েছে।রাশিয়া ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান এবং ন্যাটোতে যোগ না দেয়ার নিশ্চয়তা দাবি করছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, ইউক্রেনে ইউরোপীয় বাহিনী পাঠানোর জন্য রাশিয়ার অনুমতি প্রয়োজন নেই।


এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক ফোনালাপে আগের চুক্তিগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছেন।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাবাহিনীর প্রধানকে পরিবর্তন করেছেন। নতুন প্রধান আন্দ্রেই গ্নাতোভকে সামরিক কার্যকারিতা বৃদ্ধি ও যুদ্ধ পরিচালনার দক্ষতা বাড়ানোর দায়িত্ব দেয়া হয়েছে।এসব কূটনৈতিক অগ্রগতির মধ্যেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তীব্র লড়াই চলছে এবং উভয়পক্ষ যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে দ্বিধাবিভক্ত।

Related Articles

Back to top button