জাতীয়

ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুমকি ইরানের বিপ্লবী গার্ডের

টাইমস ২৪ ডটনেট: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে গতকাল শনিবার রাতে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিকমাধ্যম ট্রুথে ইরানকে হুমকি দিয়ে বলেন, হুতিদের যেন তারা আর সহায়তা না করে। সহায়তা করলে পরিণতি ভালো হবে না। ট্রাম্পের ওই হুমকির জবাবে পাল্টা হুমকি দিয়েছে ইরানের চৌকস বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড। বাহিনীর প্রধান হোসেন সালামি বলেছেন, ইরানের ওপর যদি কোনো হামলা হয় তাহলে কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। তিনি বলেন, “ইরান যুদ্ধ শুরু করবে না। কিন্তু যদি কোনো হুমকি দেয়, তারা আমরা যথাযথ, কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে।” তিনি জানিয়েছেন হুতিরা তাদের সামরিক পরিকল্পনা নিজেরাই ঠিক করে।
এদিকে চলতি মাসের শুরুতে দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়। ওইদিন থেকেই গাজায় অবরোধ আরোপ করে সব ধরনের খাদ্য সহায়তা প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এরপর গত সপ্তাহে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুমকি দেয়, যদি ইসরায়েল গাজার অবরোধ প্রত্যাহার না করে তাহলে তারা লোহিত সাগরে চলাচল করা ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে আবারও হামলা চালানো শুরু করবে। এমন হুমকির পরই শনিবার রাতে ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা।

Related Articles

Back to top button