
মো. আ. জব্বার : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় উদ্যোক্তা/ব্যবসায়ীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৫ মার্চ) বিকেলে স্থানীয় আহারিকা রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, থানা অফিসার ইনচার্জ মোঃ রোকুনুজ্জামান, ফুলখড়ি’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ মোঃ নুরুল ইসলাম খান, ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক মো: আব্দুল হালিম, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম মানিক প্রমূখ। এসময় উদ্যোক্তা সাংবাদিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, সূধিজন সহ ফুলবাড়ীয়ার বিভিন্ন শ্রেণির লোকজন অংশ নেন।
ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন ফুলবাড়ীয়া কে. আই ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক মোঃ আকরাম হোসেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংবাদিক ও ব্যবসায়ী মোঃ আব্দুর রউফ মন্ডল।