
টাইমস ২৪ ডটনেট : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা জাগ্রত আছিম গ্রন্থাগারের ৩ দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১৫মার্চ) সকালে উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান আকন্দ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ম্যানেজার ব্র্যাক ব্যাংক পিএলসি কৃষিবিদ আবদুল্লাহ আল মাহমুদ সুজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদেকুর রহমান সাদেক, শিক্ষক মোঃ গোলাম ফারুক, উপদেষ্টা ফয়সাল আকাশ। এ সময় উপদেষ্টা মোজাম্মেল হক, জাগ্রত আছিম গ্রন্থাগারের সভাপতি এবিএম জাকির হোসেন কাওসার, পরিচালক জিল্লুর রহমান রিয়াদ, বই পড়া সেরা শিক্ষাথী সুচী আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সেরা পাঠক স্কুল ও কলেজ শাখা হতে সেরা ১০ জনকে পুরস্কার বিতরণ করা হয়।
এরপর ফিতা কেটে এবং বই কিনে বইমেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। প্রতিদিন সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত স্টল খোলা থাকবে।