বাংলাদেশ

ফুলবাড়িয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন কর‌লেন ইউএনও আরিফুল ইসলাম

মো: আ: জব্বার : সারাদেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ৩২২ কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে অতিরিক্ত কেন্দ্রে শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মো: আরিফুল ইসলাম। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ হাসানুল হোসেন, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) জাহাঙ্গীর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, নার্সিং কর্মকর্তা সুব্রত, স্যানিটারি ইন্সপেক্টর রুহুল আমীন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) বুলা রানী সাহা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মুক্তি দাস, ছবি দে প্রমুখ। ৬মাস থেকে ১১ মাস বয়সী ১টি নীল রঙের ৭২৬৫ জন, ১২-৫৯ মাস বয়সী লাল রঙের ৫৬৭৯৬জন শিশুকে ভিটামিন এ ক্যাম্পসুল খাওয়ানোর টার্গেট র‌য়ে‌ছে।

Related Articles

Back to top button