বাংলাদেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর কমার্শিয়াল এসিস্ট্যান্ট নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে এসে একজন হাতেনাতে আটক

টাইমস ২৪ ডটনেট : ১৫/০৩/২০২৫ খৃ: তারিখে শাহবাগ থানাধীন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০:৩০ মিনিট হতে ১২:৩০ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর কমার্শিয়াল এ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ পরীক্ষার দিন ধার্য ছিল। আনুমানিক সকাল ১০:২০ মিনিটে সময় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ৪র্থ তলার ৪০৫ নং কক্ষের সামনে ধৃত আসামী ১।ইয়াছিন আরাফাত (৩৪)কে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে উক্ত পরীক্ষা হলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পরীক্ষাথী পরিচয় দেয়। কিন্তু তার কথা-বার্তা অসংলগ্ন হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অকপটে স্বীকার করেন যে, মূল পরীক্ষার্থী পলাতক আসামী নং-২, মাহবুবুর রহমান(২৮),পিতা-মহসীন আলী,ঠিকানা-অজ্ঞাত,মোবা:০১৬২২০৭১১৭৩(পরীক্ষার রোল নং-১৩০০১৯৯৯)এর সহায়তায় সে পরীক্ষার্থী পরিচয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে এবং তার সাথে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকার চুক্তিতে প্রক্সি পরীক্ষা দিয়ে উক্ত নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষায় পাস করানোর জন্য চুক্তি হয়। এবিষয়ে শাহবাগ থানাকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে ধৃত আসামী নং-১ ইয়াছিন আরাফাত (৩৪) এর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে প্রক্সি পরীক্ষা দেওয়ার জন্য মূল পরীক্ষার্থী পলাতক আসামী নং- ২, মাহবুবুর রহমান (২৮) এর দেওয়া নগদ ১০,০০০/-(দশ হাজার)টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন এবং ধৃত আসামীকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যান।

এবিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষথেকে শাহবাগ থানায় উক্ত দুইজনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আশংকা করছে যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নিয়োগ পরীক্ষায় নিয়োগ বাণিজ্য করার জন্য একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে প্রক্সি পরীক্ষাসহ বিভিন্ন বেআইনী কার্যক্রম পরিচালনা করছে এবং আলোচ্য আসামীরা উক্ত চক্রের সক্রিয় সদস্য।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নিয়োগ পরীক্ষায় যেকোন অসাধু কার্যকলাপের বিষয়ে জিরো টলারেন্স নীতির প্রতিপালন করা হচ্ছে। তাই স্যোশাল মিডিয়াসহ অন্য যেকোন মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষাসহ যেকোন বেআইনী কার্যকলাপের প্রলোভনের বিষয়ে সর্বসাধারণকে বিশেষভাবে সচেতন এবং সতর্ক থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো যাচ্ছে।

 

Related Articles

Back to top button