বাংলাদেশ

মৃত সন্তান প্রসবের এক ঘন্টার মাথায় মারা গে‌লেন মা

টাইমস ২৪ ডটনেট : মৃত সন্তান প্রসবের এক ঘন্টার মাথায় প্রসূ‌তি মা‌য়ের মৃত‌্যুর ঘটনা ঘ‌টে‌ছে। গতকাল সন্ধ‌্যায় ময়মন‌সিং‌হের চড়পাড়াস্থ ইউ‌নিভার্সেল নামক এক‌টি ক্লি‌নি‌কে এ ঘটনা ঘ‌টে। মৃত প্রসূতি মায়ের নাম সু‌ফিয়া বেগম (৩০)। তিনি ময়মন‌সিং‌হের ফুলবাড়ীয়া উপজেলার বাক্তা ইউনিয়নের নি‌শ্চিন্তপুর (সরকারপাড়া) গ্রা‌মের আনারু‌লের স্ত্রী।
জানা গে‌ছে, নরমাল ডেলিভারির মাধ‌মে মৃত শিশু প্রস‌বের পর চি‌কিৎসকগণ D & C করেন। এ‌তে অ‌তি‌রিক্ত রক্তক্ষরণে প্রসূ‌তি মা‌য়ের মৃত‌্যূ হয়।
এদিকে মা ও নবজাতক পু‌ত্রের মৃত‌্যুর শোকে সু‌ফিয়ার স্বামী, ২‌মে‌য়ে ও মা সহ গোটা প‌রিবার পাগল প্রায়।
সু‌ফিয়ার প‌রিবার জানান, অপরিকল্পিতভাবে মৃত শিশু প্রসব করার পর প্রচুর রক্তক্ষরণে মা‌য়ের অবস্থাও ক্রমশ খারাপ হতে থাকে। একপর্যায়ে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌লে সেখা‌নে সু‌ফিয়া মৃত‌্যু হয়।এ বিষয়ে ক্লি‌নিক কর্তৃপ‌ক্ষের সা‌থে যোগা‌যোগ করা হ‌লে ব‌লেন, এখা‌নে নরমাল ডে‌লিভা‌রির মাধ‌্যমে মৃত শিশু প্রসব করা হ‌য়ে‌ছে- প‌রে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল হাসপাতা‌লে রোগীর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

Related Articles

Back to top button