রাজনীতি

ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসা নিয়ে যা বলল হামাস

টাইমস ২৪ ডটনেট: ফিলিস্তিনের গাজা বাসিন্দাদের তাদের ভূখণ্ড থেকে উৎখাত করা হচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘গাজা থেকে কাউকে বহিষ্কার করা হবে না।’ ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি দিয়েছে হামাস। গোষ্ঠীটির মুখপাত্র হাজেম কাসেম বলেন, ‘যদি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য গাজা থেকে জনগণকে বাস্তুচ্যুত করার ধারণা থেকে সরে আসার সিদ্ধান্ত বোঝায়, তবে স্বাগত জানানো হবে।’

হামাসের মুখপাত্র আরও বলেন, ‘আমরা ইসরায়েলি দখলদারিত্বকে যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত বাস্তবায়নে বাধ্য করার মাধ্যমে এই অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানাই।’

গত মাসে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধবিধ্বস্ত গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। সেখানকার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে প্রতিবেশী দেশগুলোয় পাঠিয়ে দেয়া হবে। ট্রাম্পের আকস্মিক এমন প্রস্তাবে পুরো মধ্যপ্রাচ্য ও এর বাইরেও ব্যাপক সমালোচনা শুরু হয়।

এদিকে গাজা পুনর্গঠনের পরিকল্পনার বিষয়ে কাতারের দোহায় হামাসের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইটকফ। ওই বৈঠকে উইটকফের কাছে গাজার জন্য মিশরের দেয়া পুনর্গঠন পরিকল্পনা উপস্থাপন করেছে পাঁচ আরব দেশ।

অন্যদিকে গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধ ১২ দিনে গড়িয়েছে। এই রমজান মাসেও দখলদার ইসরায়েল ত্রাণ সহায়তার প্রবেশ বন্ধ করে রেখেছে। এতে উপত্যকাজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকট।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন ও আল জাজিরা।

Related Articles

Back to top button