বাংলাদেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের নিযুক্ত আরিফুর রহমান স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত

নিজস্ব প্রতিবেদক ;ডিএমপি, ঢাকা এর নেতৃত্বে, অফিসার ইনচার্জ কোতোয়ালি থানা সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার শাঁখারী বাজার মোড় হইতে রায় সাহেব বাজার মোড় পর্যন্ত বিশেষ করে সিএমএম কোর্টের আশেপাশে রাস্তার উভয় পাশের অবৈধ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে প্রতিদিন সি এম এম কোর্ট ঢাকা জেলা মহানগর দায়রা জজ আদালত সহ আদালত প্রাঙ্গণে আগত সেবা গ্রহীতা এবং বিজ্ঞ আইনজীবী গন স্বস্তি প্রকাশ করেন এবং এই অভিযানে কোতোয়ালি থানা পুলিশের ভুয়োসি প্রশংসা করেন। আদালত এলাকার বৈধ দোকানদার এবং আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জানান বর্তমান অফিসার ইনচার্জ কোতোয়ালি থানা যোগদানের পর হইতে আদালত প্রাঙ্গণের অবৈধ হকার উচ্ছেদের জন্য নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছেন যেন মানুষের চলাচলের রাস্তা সুগম থাকে।

১৩-০৩-২০২৫ তারিখ সকাল হইতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত কোতয়ালী থানাা, পেট্রোল ইন্সপেক্টর ট্রাফিক ইন্সপেক্টর, সার্জেন্ট সহ কোতোয়ালি থানা পুলিশের বিশাল একটি টিম অংশগ্রহণ করে।

Related Articles

Back to top button