
ফুলবাড়ীয়া প্রতিনিধি, মো. আ. জব্বার : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কৃতিসন্তান ডা: মোহাম্মদ হুমায়ূন কবীর বাবুল ঝালকাঠির সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত ২ মার্চ- ২০২৫খ্রি. তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঝালকাঠি জেলা সিভিল সার্জন হিসেবে ডা: মোহাস্মদ হুমায়ূন কবীর বাবুল সহ দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দেয়া হয়।
গত রোববার (৯ মার্চ) সকাল ১০ ঘটিকায় বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ে যোগদান করেন তিনি। জেলা সিভিল সার্জন হিসেবে যোগদানের পর তার কার্যালয়ে গেলে ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল নতুন সিভিল সার্জন ডা: মোহাম্মদ হুমায়ূন কবীরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ডা: মোহাম্মদ হুমায়ূন কবীর
এর আগে ময়মনিসংহের ফুলপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের কৃতিসন্তান। তার পিতার নাম ডা: মোবারক আলী।
ডা: মোহাম্মদ হুমায়ূন কবীর বলেন, আমি স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করে যাব এবং স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে মানুষের খেদমতে কাজ করতে সকলে সার্বিক সহযোগিতা চাই।
উল্লেখ্য যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২০০৫ সালে ডা: মোহাস্মদ হুমায়ূন কবীর পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ লাভের মধ্যদিয়ে তার কর্মজীবন শুরু করেন।
অভিনন্দন : ফুলবাড়ীয়া উপজেলার কৃতিসন্তান ডা: মোহাম্মদ হুমায়ূন কবীর বাবুল ঝালকাঠির সিভিল সার্জন হিসেবে নিয়োগ পাওয়ায় ফুলখড়ির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মো: নূরুল ইসলাম খান, দৈনিক জনতার সাংবাদিক মো: আ: জব্বার পৃথক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন।