বাংলাদেশ

নির্বাচ‌নে প্রমাণ হ‌য়ে‌ছে আপনারা একতাবদ্ধ হ‌তে পে‌রে‌ছেন -শপথ অনুষ্ঠা‌নে ইউএনও

ফুলবাড়ীয়া (ময়মন‌সিংহ) প্রতি‌নি‌ধি, মো. আ. জব্বার : ফুলবাড়ীয়া প্রেসক্লা‌বের সভাপ‌তি, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো. আ‌রিফুল ইসলাম ব‌লেন, প্রেসক্লা‌বের কার্যনির্বাহী ক‌মি‌টি নির্বাচ‌নে শতভাগ ভোটার উপ‌স্থি‌তি এবং নির্বাচ‌ন পরবর্তী কোন অ‌ভি‌যোগ বা অসন্তোষ প্রকাশ না করাই প্রমাণ ক‌রে যে আপনারা রসু‌নের মত একতাবদ্ধ হ‌তে পে‌রে‌ছেন। তি‌নি বলেন, আপনা‌দের প্রতি উপরওয়ালার (আল্লাহ তায়ালার) রহমত র‌য়ে‌ছে ব‌লেই আজ আপনারা এক হ‌তে পে‌রে‌ছেন।
গত বুধবার (১২ মার্চ) বি‌কে‌লে উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে ঐতিহ্যবাহী ফুলবাড়ীয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহন অনুষ্ঠা‌নে প্রেসক্লা‌বের সভাপ‌তি ও ফুলবাড়ীয়া উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো. আ‌রিফুল ইসলাম এসব কথা ব‌লেন। এসময় তি‌নি আরও ব‌লেন, আপনারা য‌দি ফুলবাড়ীয়ার কল‌্যা‌ণে কাজ ক‌রেন, য‌দি হলুদ সাংবা‌দিকতা না ক‌রেন, য‌দি আপনা‌দের সাংবা‌দিকতা হয় বস্তু‌নিষ্ঠ, নির‌পেক্ষ এবং পেশাদা‌রি‌ত্বের তাহ‌লে আ‌মি আপনা‌দের (সাংবা‌দিক‌দের) ঢাকনা হি‌সে‌বে থাক‌তে চাই। তি‌নি ব‌লেন, আ‌মি বা আমার প্রশাস‌নে কোন ব‌্যক্তি কোন অ‌নিয়‌মের সা‌থে জ‌ড়িত থাকার প্রমাণ পান, তাহ‌লে আমা‌কে সং‌শোধ‌নের জন‌্য বা আ‌মি কোন ব‌্যবস্থা নেই কি-না সেটা দেখার সু‌যোগ দি‌বেন। দুর্নী‌তির সা‌থে জ‌ড়িত ব‌্যক্তির বিরু‌দ্ধে আ‌মি য‌দি কোন ব‌্যবস্থ গ্রহণ না ক‌রি তাহ‌লে আপনারা আমার বিরু‌দ্ধে লিখ‌লেও কোন আপ‌ত্তি থাক‌বে না। তি‌নি ব‌লেন, ফুলবাড়ীয়ায় প্রেসক্লাব এক‌টিই তাই আজ থে‌কে এই প্রেসক্লাবের বাই‌রে কোন চি‌ঠি ইস‌্যু হ‌বে না। তি‌নি সাংবা‌দিক‌দের স্থায়ীভা‌বে বসার জন‌্য ব‌্যবস্থা গ্রহ‌ণের আশ্বাস দেন। তি‌নি বিজয়ী‌দের‌কে অ‌ভিনন্দন জানান এবং প্রধান নির্বাচন ক‌মিশনার, সহকারী রির্টানিং অফিসারদ্বয় সহ সকল সাংবা‌দিকে‌দের প্রতি ধন‌্যবাদ জ্ঞাপন ক‌রেন।
প‌রে প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা কৃষি অফিসার নূর মোহাম্মদ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১৪ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন ক‌মিশনার ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফরিদুল ইসলাম, থানা অ‌ফিসার ইনচার্জ মো: রুকনুজ্জামান সহ সুধিজনরা উপস্থিত ছিলেন।
উপ‌জেলা উ‌দ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: আবু রায়হান এর প‌রিচালনায় শপথ অনুষ্ঠা‌নে বক্তব‌্য রা‌খেন প্রেসক্লা‌বে নব‌নির্বা‌চিত সহসভাপ‌তি-১ মো: আবুল কালাম, সাধারণ সম্পাদক মো: আব্দুল হা‌লিম, কার্যকর‌ি ক‌মি‌টির সম্মা‌নিত সদস‌্য আলহাজ্ব মো: নূরুল ইসলাম খান, সাংবা‌দিক মো: র‌ফিকুল ইসলাম, মো: আল এমরান, ব‌ছির আহমেদ প্রমূখ। অনুষ্ঠা‌নে সময় টে‌লি‌ভিশ‌নের ময়মন‌সিংহ প্রতি‌নি‌ধি মো: ওবায়দুল হক সহ সকল সাংবা‌দিকগণ উপ‌স্থিত ছি‌লেন।
পরে প্রেসক্লাবের আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয় প‌রিচালনা ক‌রেন ফুলবাড়ীয়া ম‌ডেল মস‌জি‌দের ইমাম ও খ‌তিব হা‌ফেজ মাও. মুফ‌তি মো: আশরাফুল আলম। মোনাজা‌তে সত‌্য, নির‌পেক্ষ ও বস্তু‌নিষ্ঠ সংবাদ প‌রি‌বেশন ক‌রে মানব কল‌্যা‌ণে কাজ করার জন‌্য সাংবা‌দিকদের প্রতি আহ্বান জানা‌নো হয়।

Related Articles

Back to top button