
টাইমস ২৪ ডটনেট: সৌদি আরবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন, যেখানে খনিজ সম্পদের চুক্তি ও রাশিয়ার সঙ্গে সংঘাতের অবসান নিয়ে আলোচনা চলছে।
এদিকে, মস্কোতে ইউক্রেনের বড় আকারের ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।একজন ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, এই ড্রোন হামলা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎসাহিত করতে পারে যাতে তিনি জেদ্দার আলোচনায় কিয়েভের উপস্থাপিত প্রস্তাব গ্রহণ করেন।
এই বৈঠকটি ফেব্রুয়ারির ২৮ তারিখের হোয়াইট হাউসের বিতর্কিত বৈঠকের পর ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভর্ৎসনা করেছিলেন।