বাংলাদেশ

অগ্রণী ব্যাংক বৃহত্তর ময়মনসিংহ অফিসার কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: মতিঝিল কিচেন এয়ার্টে পবিত্র মাহে রমজান উপলক্ষে অগ্রণী ব্যাংক বৃহত্তর ময়মনসিংহ অফিসার কল্যাণ সমিতি ঢাকা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সরকারি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমম্ময়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক জনাব সুলতান সালাউদ্দিন টুকু। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান মেহেদী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পি এল সি’র নির্বাহীগণ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক বৃহত্তর ময়মনসিংহ অফিসার কল্যাণ সমিতি ঢাকা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল আলম রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক বৃহত্তম ময়মনসিংহ অফিসারস কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবদিন।
এছাড়া উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক বৃহত্তম ময়মনসিংহ অফিসার কল্যাণ সমিতির উপদেষ্টা বায়োজিদ হোসেন, আরিফ হোসেন খান রনি, উপদেষ্টা (অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতি); বাংলাদেশ ব্যাংকস এম্বুলেন্স ফেডারেশনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল বাশার, ময়মনসিংহ সাংগঠনিক সম্পাদক মো. রাজীব মিয়া, অগ্রণী ব্যাংকের পরিচালক সুলতান মাহমুদ, উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল বাশার, মহাব্যবস্থাপক শামীম রেজা, মহাব্যবস্থাপক শামসুল আলম এবং আবু হাসান তালুকদার সহ বিভিন্ন নেতা কর্মীদের উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Related Articles

Back to top button