বাংলাদেশ

মোটর সাই‌কেল দূর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

মো. আ. জব্বার : ‌মোটর সাই‌কেল দূর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর। গত ১৭ ফেব্রুয়ারী ময়মন‌সিং‌হের ফুলবাড়ীয়ার কানাইপাড় বন্ধুর বাড়ী থেকে মোটর সাইকেল যুগে টাঙ্গাইল যাওয়ার সময় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় রা‌ত ৯টার দি‌কে পিছন থে‌কে আসা এক‌টি ট্রাক ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লেই নিহত হন মোটর সাই‌কেল আ‌রোহী মো. মামুন (২১)। মানুন, নাগরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে।
মোটর সাই‌কে‌লের পিছ‌নে বসা অপর বন্ধু উযায়ির হোসাইন রিয়েল (২৩)কে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথ‌মে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প‌রে রি‌য়ে‌লের অবস্থার অবন‌তি দে‌খে ঢাকার পপুলার ডায়গনস্টিক সেন্টারে ভ‌র্তি করা হয়। সেখা‌নে ১সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত বুধবার (৫ মার্চ) রাত ১১ টার দিকে মারা যান।
উযায়ির হোসাইন রিয়েল কান্দাপাড়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক আবুল বাসার মোহাম্মদ তাহের এর পুত্র। সে টাঙ্গাইলের এম এম আলী কলেজ বিবিএ একাউন্টিং তৃতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির সামনে দ্রুতগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ট্রাকটি আবারও চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন।
পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশের হেফাজতে দেয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ‌দি‌কে গত বৃহস্প‌তিবার বাদ জহুর রিয়ে‌লের নিজবা‌ড়ি কানাইপা‌ড়ে অনু‌ষ্ঠিত জানাযায় এম এম আলী কলেজের শিক্ষকবৃন্দ, আল হেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ ও অন‌্যান‌্য শিক্ষকবৃন্দ, সহপাঠী বন্ধুবান্ধব সহ এলাকার বি‌ভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।

Related Articles

Back to top button