বাংলাদেশ

জমে উ‌ঠে‌ছে ফুলবাড়ীয়া প্রেসক্লাব নির্বাচন : ২৫ ফেব্রুয়ারী ভোট গ্রহণ

মো. আ. জব্বার, টাইমস ২৪ ডটনেট : বহু‌ জল্পনা-কল্পনা শে‌ষে দীর্ঘ দিন পর অনু‌ষ্ঠিত হ‌চ্ছে ময়মন‌সিং‌হের ফুলবাড়ীয়া উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী ক‌মি‌টি নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে সাংবা‌দিক সমা‌জে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আনন্দঘন পরিবেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ নির্বাচ‌নে কোন প‌্যা‌নেল না দি‌য়ে আলাদাভাবে প্রার্থী হয়েছেন বি‌ভিন্ন পদে।
গণমাধ্যম ব্যক্তিদের এ নির্বাচনকে ঘিরে সরব র‌য়ে‌ছেন ফুলবাড়ীয়ার সচেতন মহল। দিন যত ঘনিয়ে আসছে, ততই জমজমাট হয়ে উঠছে নির্বাচনের পরিবেশ । শেষ সময়ে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা।
মোট ১৪‌টি প‌দের মধ‌্যে ৬‌টি‌তে বিনাপ্রতিদ্ব‌ন্দ্বিতায় নির্বা‌চিত হ‌লেও বাক‌ি ৮‌টি প‌দে টিকে থাকার অস্তিত্বের লড়াইয়ে প্রতিদ্ব‌ন্দ্বিতা হবে হাড্ডা-হাড্ডি।
সংগঠ‌নের গঠনতন্ত্র মোতা‌বেক পদা‌ধিকার ব‌লে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার হ‌লেন ক্লা‌বের সভাপতি।
তাই সভাপ‌তি পদে নির্বাচন না হ‌লেও সহ-সভাপতি-১ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- মো: আবুল কালাম (ই‌ত্তেফাক), মো: সাইফুল ইসলাম (জনবাণী), ও মো: র‌ফিকুল ইসলাম (ঢাকা প্রতি‌দিন)।
সহ-সভাপতি-২ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- ‌বিশ্ব‌জিৎ প্রসাদ (আজ‌কের খবর) ও নজরুল ইসলাম খান।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- মো: আল এমরান (কাল‌বেলা) ও মো: আব্দুল হা‌লিম (কা‌লের কন্ঠ), অর্থবিষয়ক সম্পাদক প‌দে প্রতিদ্বন্দ্বিতা কর‌ছেন মো: আব্দুস ছাত্তার (আমা‌দের সময়), শামীম আহ‌ম্মেদ (মানব কন্ঠ), ও মো: শ‌ফিকুল ইসলাম (তৃতীয় মাত্রা), সাংগঠ‌নিক সম্পাদক প‌দে প্রতিদ্বন্দ্বিতা কর‌ছেন সে‌লিম হোসাইন (আজ‌কের প‌ত্রিকা) ও ব‌শির আহ‌মেদ (বাংলা‌দেশ সমাচার), ধর্মীয় ও সমাজকল‌্যাণ বিষয়ক প‌দে প্রতিদ্বন্দ্বিতা কর‌ছেন মো: আল আ‌মিন (আমা‌দের কন্ঠ) ও মো: শ‌হিদুল ইসলাম (ঢাকা প্রতি‌দিন), ক্রীড়া ও সাংস্কৃ‌তিক বিষয়ক সম্পাদক প‌দে প্রতিদ্বন্দ্বিতা কর‌ছেন মির্জা মো: মনজুরুল হক (ময়মন‌সিংহ প্রতি‌দিন) ও মোহাম্মদ র‌ফিকুল ইসলাম (জবাব দি‌হি), কার্যক‌রি সদস‌্য-৩ প‌দে প্রতিদ্বন্দ্বিতা কর‌ছেন আবুল কালাম আজাদ ওর‌ফে কবীর উ‌দ্দিন সরকার হারুন (সমকাল) ও এস.এম. গোলাম ফারুক আকন্দ (ভো‌রের ডাক)।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বা‌চিত হ‌য়ে‌ছেন যারা, তারা হ‌লেন সহ-সাধারণ সম্পাদক প‌দে মো: আলী আশরাফ (মুক্ত খবর), দপ্তর সম্পাদক প‌দে মো: হেলাল উ‌দ্দিন (প্রতি‌দি‌নের সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক প‌দে মোত্তা‌লিব দরবারী (ফিন‌্যান্স), তথ‌্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি ও পাঠাগার বিষয়ক সম্পাদক প‌দে মদন মোহন দাস (সাপ্তা‌হিক ইন‌কোয়ারী রি‌পোর্ট), কার্যক‌রি সদস‌্য-১ প‌দে রফিক আহ‌মেদ মিঠু (যুগান্তর) এবং কার্যক‌রি সদস‌্য-২ প‌দে আলহাজ্ব মোহাম্মদ নূরুল ইসলাম খান (সম্পাদক ও প্রকাশক সাপ্তা‌হিক ফুলখ‌ড়ি এবং প্রতি‌নি‌ধি যায়যায়‌দিন)

শান্তিপূর্ণভাবে আগামী ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে বির‌তিহীভা‌বে দুপুর ২টা পর্যন্ত উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে ব‌্যালট পেপা‌রের মাধ‌্যমে ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার নূর মোহাম্মদ। ফুলবাড়ীয়া প্রেসক্লাবে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৯ জন।

Related Articles

Back to top button