বাংলাদেশ

ফুলবাড়ীয়ায় বড়‌বিল সহ বি‌ভিন্ন স্থান প‌রিদর্শন কর‌লেন ইউএনও

ফুলবা‌ড়ীয়া (ময়মন‌সিংহ) প্রতি‌রি‌ধি, মো. আ. জব্বার : ময়মন‌সিং‌হের ফুলবাড়ীয়ায় বড়‌বিলা, সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয়, ইউ‌নিয়ন প‌রিষদ কার্যালয় এবং ইউ‌নিয়ন ভূ‌মি অ‌ফিস সহ বি‌ভিন্ন স্থান প‌রিদর্শন ক‌রলেন ফুলবাড়ীয়া উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো: আ‌রিফুল ইসলাম।
বৃহস্প‌তিবার (২০ ফেব্রুয়ারী) সকা‌ল ১১টার দি‌কে পর্যট‌নের অপার সম্ভাবনাময় নৈসর্গিক সৌন্দর্যের প্রাকৃতিক লীলাভূমি পদ্ম‌বিল না‌মে খ‌্যাত দে‌শের সর্ববৃহৎ বদ্ধজলায় বড়‌বিলা প‌রিদর্শন ক‌রেন তি‌নি।
বড়‌বিলাকে পর্যটন এরিয়া হিসেবে গ‌ড়ে তোলার পূর্ব প‌রিকল্পনা বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহন করেন ইউএনও মো: আ‌রিফুল ইসলাম।
প‌রে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার হাতীলেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তি‌নি শ্রেণি পাঠ পর্যবেক্ষণ, শিক্ষার্থী‌দের রি‌ডিং‌স্কেল, রাই‌টিং‌স্কেল পর্যবেক্ষণ ক‌রেন এবং বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট সহ শিক্ষক‌-শিক্ষার্থীদের প্রতি দিক‌-নি‌দের্শণামুলক পরামর্শ প্রদান ক‌রেন। এসময় বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলাম সহ সহকার‌ি শিক্ষকবৃন্দ উপ‌স্থিত ‌ছি‌লেন। প‌রিদর্শনের সময় তি‌নি শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করেন। প‌রে তি‌নি আলহাজ্ব আ: হাই এর মৎস খামার প‌রিদর্শন ক‌রেন।
তারপর তি‌নি ৮নং রাঙ্গামা‌টিয়া ইউ‌নিয়ন প‌রিষদ কার্যালয়ের বি‌ভিন্ন কার্যক্রম প‌রিদর্শন শে‌ষে সেবা গ্রহিতা‌দের সা‌থে কথা ব‌লেন এবং প‌রিষদ কার্যালয় থে‌কে নাগ‌রিক সেবার মানোন্নয়‌নে চেয়ারম‌্যান, স‌চিব ও ইউ‌পি সদস‌্যদের প্রতি দিক-নিদের্শনা প্রদান ক‌রেন‌ উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো: আ‌রিফুল ইসলাম। এসময় ইউ‌পি চেয়ারম‌্যান র‌ফিকুল ইসলাম (মুক্তা) চৌধুরী, স‌চিব ও ইউ‌পি সদস‌্যসহ সেবাগ্রহিতাগণ উপ‌স্থিত ছি‌লেন।
প‌রে তি‌নি নাওগাও ইউ‌নিয়ন ভূ‌মি অ‌ফিস প‌রিদর্শন ক‌রেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান ক‌রেন।
প‌রে তি‌নি নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর মল্লিকপাড়া এলাকায়
ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা ক‌রেন এবং এলাকাবাসী‌কে সতর্ক থাকার বিষ‌য়ে পরামর্শ প্রদান ক‌রেন।
দিনব‌্যা‌পি প‌রিদর্শনকা‌লে সি‌নিয়র উপ‌জেলা মৎস অ‌ফিসার মোহাম্মদ ফ‌রিদুল ইসলাম, উপ‌জেলা আই‌সি‌টি অ‌ফিসার শ‌রিফুল ইসলাম সহ সং‌শ্লিষ্টরা উপ‌স্থিত ছি‌লেন।

Related Articles

Back to top button