সারাদেশ

পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে এসে তিন সদস্য আটক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ

মোহাম্মদ রানা মিয়া, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর গ্রাউন্ড সার্ভিস এসিস্ট্যান্ট পদে নিয়োগের লিখিত পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে এসে গত শুক্রবার সংঘবদ্ধচক্রের তিন সদস্য আটক করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষথেকে তাদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছে।
মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবেরটরী ইন্সটিটিউট কেন্দ্রে পরীক্ষার্থী মো. সজিব সরদার এর প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক হন জনৈক আফজাল হোসেন বাদশা (৩৫)। তাকে মিরপুর মডেল থানা পুলিশের নিকটে হস্তান্তর করে এজাহার দায়ের করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিএএফ শাহীন কলেজ তেজগাঁ কেন্দ্রে পরীক্ষার্থী মো. মনিরুজ্জামান (২৮) ব্ল-টুথ ডিভাইজের সাহায্যে বাহির থেকে প্রশ্নের উত্তর সংগ্রহ করার সময়ে আটক হন। তাকে কাফরুল থানা পুলিশের নিকটে হস্তান্তর করে এজাহার দায়ের করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা কেন্দ্রে পরীক্ষার্থী মো. মোরসালিন হোসাইন এর প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক হন জনৈক আরিফুল ইসলাম (২৯)। তাকে বিমানবন্দর থানা পুলিশের নিকটে হস্তান্তর করে এজাহার দায়ের করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আশংকা করছে যে, একটি সংঘবদ্ধ চক্র পুর্বপরিকল্পিত ভাবে বিমান বাংলাদেশ এয়ারইলাইন্স এর বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত এবং উপরোক্ত আসামীরা উক্ত চক্রের সক্রিয় সদস্য।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত যেকোন অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতিপালন করে তাই সর্বসাধারণ কে স্যোশাল মিডিয়াসহ যেকোন মাধ্যমে অবৈধভাবে নিয়োগের প্রলোভনের বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

Related Articles

Back to top button