বাংলাদেশ

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আয়োজিত পাসপোর্টে ভিসা অন এ্যারাইভাল সফটওয়্যার এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টাইমস ২৪ ডটনেট :১৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এর উদ্যোগে স্বরাষ্ট্র মন্ত্রনালয় এর সম্মেলন কক্ষে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক পাসপোর্টে ভিসা অন এ্যারাইভাল সফটওয়্যার এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাননীয় সিনিয়র সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, পুলিশের আইজিপি বাহারুল আলম, বিজিবি এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, পুলিশের এসবি এর প্রধান অতিঃ আইজিপি গোলাম রসুল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারীদের জটিলতা/ অভিযোগ ৯৯৯ এ অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জনান। এছাড়া পাসপোর্ট করার জন্য পুলিশ ভেরিফিকেশন উঠানো যায় কিনা সে বিষয়েও কাজ করা হচ্ছ

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশীরা বাংলাদেশে আগমনের পূর্বে ইমিগ্রেশনের অনলাইন পোর্টালে আবেদন করে আগমনীর পর দ্রুততার সাথে ভিসা অন এ্যারাইভাল কার্যক্রম সম্পন্ন করতে পারবে৷ তিনি আরো জানান ভিসা অন এ্যারাইভালের ফ্রি বিমানবন্দরের সোনালী ব্যাংকের বুথ/ কার্ডেও পেমেন্ট করা যাবে। জানা যায়, বাংলাদেশে ভিসা অন এ্যারইভাল সুবিধা পায় বিশ্বের ১৪টি দেশ।

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন নেতিবাচক কাজ সংক্রান্ত জাতিসংঘের ফেক্ট ফাইন্ডিং মিশন কর্তৃক প্রকাশিক রিপোর্ট প্রকাশের বিষয়ে বাংলাদেশ স্বাগত জানায় বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান।

Related Articles

Back to top button