বাংলাদেশ

চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবি

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পাওনা পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতি।বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে অবসরপ্রাপ্তরা পেনশন প্রথার পরিবর্তে চাকরিবিধি অনুযায়ী এককালীন গ্র্যাচুইটির অর্থ পেয়ে থাকে। যা নিয়মিত পরিশোধ করা হচ্ছে না। সব সরকারি সংস্থার অবসরপ্রাপ্তরা দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা ও মাসিক চিকিৎসা ভাতা পেলেও অজ্ঞাত কারণে কর্তৃপক্ষের নির্দেশ থাকা সত্ত্বেও বিএসএফআইসির অবসরপ্রাপ্তদেরকে এসব সুবিধা প্রদান করা হচ্ছে না, যা রীতিমতো বৈষম্যের শামিল।
তারা বলেন, কর্পোরেশনের চেয়ারম্যানের নিকট বছরের পর বছর এ বিষয়ে আবেদন-নিবেদন করা হলেও ফান্ডে টাকা না থাকায় তিনি কোনো পাওনাদি পরিশোধ করতে পারছেন না। কর্পোরেশনের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা তাদের যৌবনের শ্রম, মেধা ও মূল্যবান দিনগুলো চিনিশিল্পের তথা দেশের উন্নয়নে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে উৎসর্গ করেছেন। আজ জীবনের শেষ বেলায় এসে গ্র্যাচুইটির পাওনা অর্থ না পেয়ে তারা চরম আর্থিক অনটনে ভুগছেন।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের হতভাগ্য এবং মানবেতর জীবন-যাপনকারী অবসরপ্রাপ্ত ৩ হাজার ৬৪ জন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার প্রাপ্য পাওনাদি পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করবে।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি আবু তাহের ভুঁইয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস ইমামসহ অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button