টাইমস ২৪ ডটনেট :ওয়াশিংটন আমদানিকৃত চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্প আরোপের কয়েক মিনিটের মধ্যে আমদানিকৃত মার্কিন পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্প আরোপ করেছে বেইজিং। মঙ্গলবার থেকে এই শুল্ক কার্যকরও করা হয়েছে।
গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের আগে থেকেই চীন, কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের পর তিনি ঘোষণা করেন, কানাডা এবং মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।
পরে সোমবার শেষ মুহূর্তে কানাডা ও মেক্সিকোর পণ্যের পণ্যের ওপর শুল্ক আরোপ এক মাসের জন্য স্থহিত করেন ট্রাম্প, কিন্তু চীনা পণ্যের ক্ষেত্রে তা জারি রাখেন। ফলে আন্তর্জাতিক সময় মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিট থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব চীনা পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর হয়ে যায়।