টাইমস ২৪ ডটনেট:পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে দু’জন রিংলিডারসহ মোট ৩০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও আটজন। শনিবার (২৫ জানুয়ারি) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার লক্ষ্মী মারওয়াত জেলায় গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ১৮ সন্ত্রাসী নিহত এবং ছয়জন আহত হন। এছাড়া, কারক জেলার আরেক অভিযানে আট সন্ত্রাসী নিহত হন।