মো. আ. জব্বার, টাইমস ২৪ ডটনেট : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে ফুলবাড়ীয়া পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ ভালুকজান নিবাসী, সুপেরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক খান ও বিদ্যানন্দ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র শিক্ষিকা আছমা আক্তার দম্পতির একমাত্র পুত্র মো. আবিদ রেজা খান।তার মেরিট পজিশন ১৫৬৫।
আবিদ ছোটবেলা থেকেই অদম্য মেধাবী ছিলেন। সে ৫ম শ্রেনিতে ট্যালেন্টপুলে এবং জেএসসিতে এ প্লাস পেয়ে সাধারণ গ্রেডে ভিত্তি পেয়েছিল। সে ২০২২ সালে আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে গোল্ডেন A+ এবং ২০২৪ সালে সরকারী আনন্দ মোহন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন A+ সহ ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মেধা তালিকায় ৮ম স্থান অধিকার করেন। আবিদ রেজা খান ডাক্তার হয়ে দরিদ্র ও অসহায় মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চায়। সে পিতা-মাতা, শিক্ষক সহ সকলের নিকট দোয়া কামনা করেছেন।
কুমিল্লা মেডিকেল কলেজে চান্স পেয়েছে চৌদ্দার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মৃত ইউনুছ আলী মেম্বার ও মোছা: সাবিনা ইয়াসমিন দম্পতির ৪র্থ কন্যা, লিমা বীজ বিক্রয় কেন্দ্র এর পরিচালক মো: রফিকুল ইসলামের শালিকা সুমাইয়া তাসনুবা সোমা। তার মেরিট পজিশন ২৫৯৯।
সোমা শাহীন স্কুল ফুলবাড়ীয়া শাখা থেকে ৫ম শ্রেনি পাশ করে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিলেন। পরে সে ফুলবাড়ীয়া সরকারী মডলে উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন এবং ২০২২ সালে একই উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেন। পরে ফুলবাড়ীয়া কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায়ও গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
সোমার ইচ্ছে সে একজন আদর্শবান ডাক্তার হয়ে নিজ গ্রামসহ সকল দরিদ্র-অসহায় মানুষের সেবায় কাজ করার। সে সকলের নিকট দোয়া চেয়েছেন।
শের-ই- বাংলা মেডিকেল কলেজে বরিশাল -এ চান্স পেয়েছে ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রয়াত সভাপতি, বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া দুলাল ও পলাশীহাটা দাখিল মাদ্রাসার শিক্ষিকা নজিবা আক্তার দম্পতির বড় ছেলে মেহেদী হাসান।
তার মেরিট পজিশন ২০৩৫।
মেহেদী ৫ম শ্রেনিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। পরে সে ফুলবাড়ীয়া সরকারী মডলে পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল এবং ২০২২ সালে একই উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে সাধারণ গ্রেডে বৃত্তি সহ এসএসসি পাশ করে। পরে ময়মনসিংহস্থ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন এবং সাধারন গ্রেডে বৃত্তি পায়।
মেহেদী ডাক্তার হয়ে মানব সেবায় নিজেকে উৎসর্গ করতে সকলের নিকট দোয়া চেয়েছেন।