topঅর্থনীতি

ইরানের নতুন ডেস্ট্রয়ার জাগ্রোস-এর বিশেষ কিছু বৈশিষ্ট্য

সাগরে নানা ধরনের গোয়েন্দা তথ্য-চাহিদা পূরণে সক্ষম এই রণতরী

টাইমস ২৪ ডটনেট: ইরানী বিশেষজ্ঞদের নির্মিত গোয়েন্দা-সতর্কবার্তা-জ্ঞাপক ডেস্ট্রয়ার ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীতে যুক্ত হয়েছে।জাগ্রোস নামের এই ডেস্ট্রয়ার ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফস মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরিসহ উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে এক মনোজ্ঞ উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে ইরানের নৌবাহিনীতে যুক্ত হয়। ইরানের এই ডেস্ট্রয়ার পুরোপুরি ইরানি বিশেষজ্ঞদের নির্মিত ও তা সাগরে নানা ধরনের গোয়েন্দা তথ্য-চাহিদা পূরণে সক্ষম। এতে রয়েছে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং এটি সব ঋতুতে সামরিক টার্গেটগুলো মোকাবেলা করতে সক্ষম।
এ ছাড়াও এতে রয়েছে উন্নত মানের কামান, ইলেকট্রনিক যুদ্ধের নানা সিস্টেম বা উপকরণ, হেলিকপ্টার ও শক্তিশালী বিমান প্রতিরক্ষাসহ আকাশ-যুদ্ধের নানা উপকরণ, অত্যাধুনিক ন্যাভিগেশন সিস্টেম ও সমুদ্র বা সাগরের বিভিন্ন পরিস্থিতিতে অভিযান চালানোর ক্ষমতা।

সূত্র: পার্সটুডে।

Related Articles

Back to top button