মো. আ. জব্বার, টাইমস ২৪ ডটনেট: সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সরকারী ইন্সট্রাক্টরগণ (ইউআরসি/টিআরসি) এর অংশগ্রহণে ৩৫তম মৌলিক প্রশিক্ষণ কোর্স-২০২৫ এর বিদ্যালয় পরিদর্শনের অংশ হিসেবে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) এর বিশেষজ্ঞ টিম।
গত মঙ্গলবার (২১ জানুয়ারী) সকাল ৯ঘটিকায় ৪০ সদস্যের একটি পরিদর্শন টিম ফুলবাড়িয়ায় আগমন করেন। পরে ১০জন করে ৪টি টিমে বিভক্ত হয়ে উপজেলার নাওগাও ইউনিয়নের সন্তোষপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন একটি টিম। এ টিমে নেতৃত্ব দেন সহকারি বিশেষজ্ঞ ও টিম লিডার জনাব মুহাম্মদ মোখলেছ উদ্দিন।
সহকারি বিশেষজ্ঞ জনাব মোহাম্মদ আমিনুল হক এর নেতৃত্বে অপর একটি টিম সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ও সহকারি বিশেষজ্ঞ জনাব মোহাম্মদ আব্দুল হাই এর নেতৃত্বে সন্তোষপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন একটি টিম এবং সহকারি বিশেষজ্ঞ জনাব মোহাম্মদ নাজমুল হাসান এর নেতৃত্বে অপর একটি টিম সন্তোষপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিরাময় মূলক ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীকে নিয়মিত শ্রেণী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের গুরুত্বারোপ, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া, শিখনফল অর্জিত হয়েছে কিনা যাচাই সহ হাতে-কলমে প্রাথমিক শিক্ষা পাঠদানের মান উন্নয়ন পর্যবেক্ষণ পরামর্শ প্রদান করেন। যা বিদ্যালয়ের সার্বিক সফলতা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।
এসময় উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো: জহির আলম, সংশ্লিষ্ট বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক যথাক্রমে নূরে আলম উজ্জল, মোহাম্মদ আমিরুল ইসলাম, মো: দুলাল হোসেন এবং আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।