topআন্তর্জাতিক

তুরস্কে আবাসিক হোটেলে আগুন, ৬৬ জনের প্রাণহানি

টাইমস ২৪ ডটনেট, আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্কি রিসোর্ট হোটেলে আগুনে ষাটের বেশি প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে অনেক পর্যটক জানালা দিয়ে লাফিয়ে পড়েন। খবর সিএনএনের। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, বলু প্রদেশে কারতালকায়া নামে ওই আবাসিক হোটেলে আগুনে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫১ জন।মঙ্গলবার ইয়েরলিকায়া সাংবাদিকদের বলেন, আমরা গভীর দুঃখজনক পরিস্থিতিতে রয়েছি। আমরা গভীর শোকের মধ্যে আছি। দুঃখজনকভাবে ওই হোটেলে অগ্নিকাণ্ডে ৬৬ জনকে হারিয়েছি।
কর্তৃপক্ষ জানায়, আগুন উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়লে হোটেলে অবস্থান করা পর্যটকরা জানালা দিয়ে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। পরে ভিডিওতে পুড়ে যাওয়া ভবনের আশেপাশে বেশ ধোঁয়া উঠতে দেখা যায়।১২তলা-বিশিষ্ট ওই হোটেলটি পাথরের প্রাচীরে নির্মিত। এ কারণে আগুন নেভানোর প্রচেষ্টা বেশ জটিল হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপরের তলাগুলো থেকে অতিথিদের চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছিল।এক প্রত্যক্ষদর্শী সিএনএন তুর্ককে বলেন, অবস্থা ছিল খুবই খারাপ। কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। আমরা মানুষের কাছে পানি পৌঁছাতে পারিনি। অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাকগুলো খুব দেরিতে আসে। তখন মানুষ বুঝতে পারছিল না কী করতে হবে।
হোটেল রিসোর্টটি শীতকালে পর্যটকদের কাছে খুব জনপ্রিয়, বিশেষ করে স্কুল ছুটির সময়। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত পর্যটকদের বেশ আনাগোনা থাকে।গভর্নর আব্দুলাজিজ আয়দিন বার্তাসংস্থা আনাদোলুকে বলেন, হোটেলটিতে ২৩৪ জনের মতো অতিথি ছিলেন। দুজন লাফিয়ে পড়ে নিহত হয়েছেন। তার দপ্তর জানায় ৩০টি অগ্নিনির্বাপক ট্রাক ও ২৮টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button