কাউসার আকন্দ, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: পতন হয়ে যাওয়া আওয়ামী লীগ সরকার আমলে ১৭ বছর ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা ক্যাশিয়ার, লাইনম্যান ও সোর্স হিসাবে কাজ করে এখন শত কোটি টাকার মালিক নুর ইসলাম। বরিশাল থেকে ৩৭০ টাকা পকেটে নিয়ে বিমানবন্দর এসে গাড়ি ধুলাইয়ের কাজ করতে গিয়ে থানা পুলিশের সাথে সখ্যতা ঘরে তোলে নুর ইসলাম। থানা ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পেয়ে চোরাই পথে আসা অবৈধ মালামাল, যাত্রীর কমার্শিয়ালদের কাছ থেকে পুলিশের নামে ঘুষ আদায় করে এই নূর ইসলাম। গাড়িপার্কিং দশটি প্রাইভেট গাড়ি রেন্ট-এ কার কাউন্টারের মালিক এখন নূর ইসলাম। তার খিলক্ষেত এলাকায় ও আশিয়ানসিটিতে রয়েছে বাড়ি।
বিমানবন্দর হাইয়ে রাস্তার পাশে পুলিশ বক্স ক্যান্টিন পুলিশের খাওয়া-দাওয়া সুব্যবস্থা সরকার করলেও দুর্নীতিবাজ কোন এক পুলিশ কর্মকর্তা নূর ইসলামের কাছে ৫০০০ টাকা প্রতিদিন ভাড়া কন্টাকে দিয়ে রেখেছে। সূত্রটি বলেন, সরকার পতন হওয়ার পর নিজের পিঠ বাঁচানোর ব্যবসা বাণিজ্য ধরে রাখার স্বার্থে বিএনপি’র কোন এক বড় নেতাকে মোটা অংকের অর্থ দিয়ে ম্যানেজ করছেন । বর্তমানে এই নূর ইসলাম বিএনপির পদ পদবী নেয়ার চেষ্টা করছেন। তার ব্যাপারে অনুসন্ধান চলছে। গোয়েন্দাদের অনুসন্ধানে বের হয়ে আসবে গুরুত্বপূর্ণ তথ্য।