নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স প্রাঙ্গনে সংগঠনের সভাপতি মোঃ জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ৷ উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে সারা দেশের রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যগন উপস্থিত ছিলেন ৷ সভায় সকলের সর্ব সম্মতিক্রমে সভাপতি পদে হেলেনা খাতুন, সিনিয়র সহ সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ বায়েজিদ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সেলিম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরাম হোসেন, , অর্থ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মুকুল খান, দপ্তর সম্পাদক মোঃ মহসিন চৌধুরীকে আগামি দুই বছরের জন্য বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কর্যকরী পরিষদ নির্বাচিত করা হয় ৷ সংগঠনের সকলের সম্মতীতে মোঃ জয়নাল আবেদিনকে প্রধান সমন্বয়ক ও প্রধান উপদেষ্ঠা পদে অধিষ্ঠিত করা হয় ৷ আগামিতে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন নেতৃবৃন্দ সকলকে সাথে নিয়ে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন বলে জানান ৷