টাইমস ২৪ ডটনেট :সামাজিক ও সাংস্কৃতিক কাজে অদম্য নটর ডেম রোটার্যাক্ট ক্লাব এর প্রাক্তন সভাপতি এরমোঃ আরাফাত হোসেনকে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫ এ সমাজকল্যাণ ক্ষেত্রে ও সমাজকর্মী হিসেবে বিশেষ অবদানের জন্য গুণীজন হিসেবে সম্মানিত করা হয়।
মাদার তেরেসা স্মৃতি ফাউন্ডেশন এর আয়োজনে শনিবার (১৮ জানুয়ারি) ঢাকায় স্থানীয় একটি হোটেলে” সকল অন্যায়ের প্রতিরোধে বাংলাদেশ কথা বলে” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অভিনেতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।