টাইমস ২৪ ডটনেট: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত উত্তর কোরীয় সেনাদের মধ্যে হতাহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) প্রতিবেদনের ভিত্তিতে সোমবার (১৩ জানুয়ারি) এই দাবি করেছেন দেশটির একজন আইনপ্রণেতা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।ওই আইনপ্রণেতা বলেছেন, তিন হাজার হতাহত উত্তর কোরীয় সেনার মধ্যে অন্তত ৩০০ জনের প্রাণহানি হয়েছে। বাকি দু হাজার ৭০০ জন আহত হয়েছেন। এনআইএসের প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার এড়াতে প্রয়োজনে বোমা ফাটিয়ে আত্মহত্যার আদেশ দিয়েছে পিয়ংইয়ং।এনআইএসের বরাতে দক্ষিণ কোরীয় বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ইউক্রেন অনুরোধ করলে আটক উত্তর কোরীয় সেনাদের নিজেদের ভূখণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে দক্ষিণ কোরিয়া।
তবে উত্তর কোরীয় সেনারা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেনি।কুরস্ক অঞ্চল থেকে প্রথমবারের মতো দুই উত্তর কোরীয় সেনাকে জীবিত আটক করেছে ইউক্রেন। তাদের মধ্যে একজন আবার ইউক্রেনে থেকে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করলে তাদেরকে এই সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলেনস্কি।ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের মতে, গত অক্টোবরে উত্তর কোরীয় সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। প্রাথমিকভাবে তাদের সংখ্যা ১০ হাজার ছিল বলে ধারণা করা হয়। এছাড়া মস্কোকে বিপুল পরিমাণ গোলাবারুদ পিয়ংইয়ং সরবরাহ করছে বলেও অভিযোগ করে আসছে তারা।
সূত্র: এপি।