অর্থনীতি

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞায় বাড়ছে তেলের দাম

টাইমস ২৪ ডটনেট: রাশিয়ার ওপর নতুন দফার মার্কিন নিষেধাজ্ঞার পর টানা তৃতীয়বারের মতো সোমবার (১৩ জানুয়ারি) অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক দাম বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮১ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আন্তর্জাতিক সময় ১টা ১৩মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ দশমিক ৪৮ ডলার বেড়ে ৮১ দশমিক ২৪ ডলারে পৌঁছে, যা গত ২৭ আগস্টের পর সর্বোচ্চ। এদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের মূল্য ১ দশমিক ৫৩ ডলার বৃদ্ধি পেয়ে গত ৮ অক্টোবরের পর সর্বোচ্চ ৭৮ দশমিক ৩৯ ডলারে পৌঁছায়।

৮ জানুয়ারির পর থেকে ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয়ই ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার রুশ তেলের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর এই বৃদ্ধির মাত্রা বেড়ে যায়। এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান গাজপ্রম নেফট ও সারগাটবেফটেগাস এবং রাশিয়ার তেল পরিবহনকারী ১৮৩টি জাহাজ। এই নিষেধাজ্ঞার ফলে ইউক্রেনের যুদ্ধ পরিচালনার জন্য অর্থায়নে ক্রেমলিনের সক্ষমতা হ্রাস পাবে।

নতুন নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার তেল রফতানি বাণিজ্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। এই তেলের অন্যতম ক্রেতা ছিল চীন ও ভারত। দেশদুটি যথাক্রমে বিশ্বের প্রথম ও তৃতীয় তেল আমদানিকারক। বিশেষজ্ঞদের ধারণা, বাধ্য হয়ে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও আমেরিকা থেকে তেল আমদানির প্রচেষ্টা করতে পারে তারা। ফলে দূরত্ব ও সময় যেমন বাড়বে, তেমনি বাড়বে মূল্য।

নতুন নিষেধাজ্ঞার ফলে দৈনিক গড়ে ১৫ লাখ ব্যারেল তেলের রফতানি ক্ষতিগ্রস্ত হবে। এরমধ্যে চীনে প্রায় সাড়ে সাত লাখ ও ভারতে প্রায় সাড়ে তিন লাখ ব্যারেল রফতানি করা হতো।

Related Articles

Back to top button