রাজনীতি

দিল্লি-ঢাকার বৈরিতা কারও জন্যই কল্যাণকর নয়: ভারতীয় সেনাপ্রধান

টাইমস ২৪ ডটনেট: ভারত ও বাংলাদেশের মধ্যে কোনও ধরনের বৈরিতা কোনও পক্ষের জন্যই কল্যাণকর নয় বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার (১৩ জানুয়ারি) দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, আমরা প্রতিবেশী; আমাদের একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দ্বিবেদী বাংলাদেশ-ভারত সম্পর্কের কৌশলগত গুরুত্বের ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি বাংলাদেশ সেনাপ্রধান দুই দেশের কৌশলগত গুরুত্বের বিষয়টি স্বীকার করেছেন।জেনারেল দ্বিবেদী বলেন, বাংলাদেশ ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কোনও পক্ষ থেকেই বর্তমানে কোনও দুর্বলতা নেই। দায়িত্ব হস্তান্তরের সময়ও আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রেখেছি। নভেম্বরে আমাদের ভিডিও কনফারেন্সও হয়েছে।
সামরিক সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক দৃঢ় রয়েছে। ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছেন। যৌথ মহড়া স্থগিত থাকলেও তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, যখন পরিস্থিতি উন্নত হবে, তখন মহড়াও আবার শুরু হবে। এখন পর্যন্ত সামরিক সম্পর্ক সুদৃঢ় ও যথাযথ।

Related Articles

Back to top button