বাংলাদেশ

ফুলবাড়ীয়ায় লুৎফুর রহমান মাস্টারের পিতা আলহাজ্ব খন্দকার শামছুদ্দিন না ফেরার দেশে

মো: আ: জব্বার : ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের আন্ধারিয়াপাড়া বাজার কেন্দ্রীয় মারকাজ জামে মসজিদের সাবেক সভাপতি, প্রবীণ ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (অব.) ও সরকারি ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা খন্দকার লুৎফুর রহমানের পিতা আলহাজ্ব খন্দকার শামছুদ্দিন (৯৩) গত শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। পরদির শনিবার বেলা ২ ঘটিকায় আন্ধারিয়া পাড়া কেন্দ্রীয় মারকাজ মসজিদ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়।

জানাযা নামাজের পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আন্ধারিয়া পাড়া কেন্দ্রীয় মারকাজ মসজিদের মুতওয়াল্লি সাবেক সচিব মো. মোয়াজ্জেম হোসেন, জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিন, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী এড. মাহবুবুর রশীদ ফরাজী, ইসলামি শিক্ষা শিক্ষক পরিষদের সভাপতি ও জেলা কাজি সমিতির সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আহলে তাবলীগে ইসলাম এর আমির আলহাজ্ব আব্দুল মজিদ খান, কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাও মো. খোরশেদ আলম, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবদীন, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. মজিদ, বীরমুক্তিযোদ্ধা হযরত আলী, পরিবারের পক্ষে কথা বলেন মরহুমের ভাই আন্ধারিয়া পাড়া কেন্দ্রীয় মারকাজ মসজিদের সভাপতি খন্দকার মাহতাব জামান এবং জানাযা নামাজে ইমামতি করেন মরহুমের পুত্র মাওলানা খন্দকার লুৎফুর রহমান। এছাড়াও মরহুমের জানাযা নামাজে জনপ্রতিনিধি, রাজৈনতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন শ্রেনি ও পেশার লোকজন অংশগ্রহণ করেন। তিনি স্ত্রী, ২ পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেগেছেন।
শোক প্রকাশ : ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা খন্দকার লুৎফুর রহমানের পিতা আলহাজ্ব খন্দকার শামছুদ্দিন এর মৃত্যুতে ফুলখড়ি”র সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মো. নূরুল ইসলাম খান, সাংবাদিক মো. আ. জব্বার পৃথক বিবৃতিতে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Related Articles

Back to top button