বাংলাদেশ

শাহজালালে বিমান বাংলাদেশের বিমানে কাস্টমসের দিনভর অভিযানে বিপুল পরিমান সিগারেট ও নিষিদ্ধ ক্রীম জব্দ

টাইমস ২৪ ডটনেট : ০৯/০১/২০২৫ তারিখ দুপুর ০১ঃ০০ ঘটিকায় দুবাই হতে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট নং বিজি-১৪৮ থেকে কমিশনার মহোদয়ের গোপন সংবাদের ভিত্তিতে ডেপুটি কমিশনার( প্রিভেন্টিভ) মহোদয়ের নির্দেশনায় আরও মিজানুর রহমান মুন্সী স‍্যারের নেতৃত্বে একাধিক যাত্রীর নিকট থেকে ৬৫০ কার্টন বিদেশি সিগারেট, উচ্চ মাত্রার মার্কারি ও হাইড্রোকুইননযুক্ত ৬৫ কেজি গোরী ক্রিম, কসমেটিক্স ১০০ কেজি এবং ১০ টি স‍্যামসাং মোবাইল আটক করা হয় যার আনুমানিক বাজারমূল‍্য ২১,৭০,০০০টাকা।চোরাচালান প্রতিরোধ ও রাজস্ব আনায়নে কাস্টমস হাউস, ঢাকা প্রিভেন্টিভ টিম বদ্ধ পরিকর।

Related Articles

Back to top button