topআন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় হারান নিজ পা, সুস্থ হয়েই ফিরলেন অন্যদের চিকিৎসায়

টাইমস ২৪ ডটনেট: দখলদার ইসরায়েলের বর্বর হামলায় নিজের পা হারিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসক খালেদ আল-সাঈদি। তবে এতেও দমে যাননি তিনি। সুস্থ হয়ে কৃত্রিম পা নিয়ে অন্যদের চিকিৎসা সেবায় নেমে পড়েছেন তিনি।শনিবার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরাকে এই চিকিৎসক বলেন, “আমি গত ২৩ বছর মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালের শিশু বিভাগে কাজ করেছি। আমার বাড়ির কাছে চালানো ইসরায়েলি হামলায় আহত হই। আগে থেকেই আমার ডায়াবেটিস ছিল, আমার ক্ষতস্থানটি এতটাই মারাত্মক অবস্থায় চলে যায় যে, আমার পা কেটে ফেলতে হয়।”পা কাটার ছয় মাস পর তিনি আবারও শিশু বিভাগের জরুরি বিভাগে ফিরেছেন। তিনি বলেন, “চিকিৎসা সেবায় ফিরতে পারা আমার জন্য আরেকটি মাইলস্টোন। যদিও আমি আগের মতো শক্তি নিয়ে কাজ করতে পারি না।”
এদিকে গত ১৫ মাস ধরে গাজায় বর্বর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এখন পর্যন্ত তাদের হামলায় প্রায় ৪৬ হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি ফিলিস্তিনি। তা সত্ত্বেও গাজায় বর্বরতা বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী। গত কয়েকদিনের অচলাবস্থার পর সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে পুনরায় যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে। গতকাল শুক্রবার কাতারের দোহায় হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা যায়। তবে সেখানে আলোচনা কতদূর এগিয়েছে সেটি স্পষ্ট নয়। যদিও হামাসের এক কর্মকর্তা আশা প্রকাশ করেছেন, এবার হয়ত তারা কোনো চুক্তিতে পৌঁছাতে পারবেন।

সূত্র: আলজাজিরা

Related Articles

Back to top button