টাইমস ২৪ ডটনেট, ঢাকা: নোটিশ অমান্য করায় রাজধানীর মিরপুরস্থ পূর্ব কাজিপারায় একটি ভবন উচ্ছেদ করেছে রাজউক। বুধবার দুপুরে অভিযান শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার বিকেল ৪টায় অভিযানটি শেষ হয়।
জানা গেছে, রাজধানীর মিরপুর পূর্ব কাজিপারা এলাকায় ১টি ভবন উচ্ছেদ করে ও নকশার বহির্ভূত অংশটি ভেঙ্গে দেওয়া হয়। ৩/২ এর মোবাইল কোর্টে নির্বাহী ম্যাস্ট্রেট পরিচালনা করেন লিটন সরকার। এসময় তিনি বলেন, কোন নিয়ম নীতি মানছেন না বহির্ভূত স্থাপনা ভবন নির্মাণ করছেন। তাদের বার বার সতর্ক করেছি। মালিকরা নিজ দায়িত্বে না ভাঙলে পরবর্তীতে আরো জরিমানা করা হবে। তবে রাজউক উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে ও ইমারতের রাজউক অনুমোদিত নকশা বহির্ভূত আংশিক ভেঙ্গে অপসারন করা হয়েছে। অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ ভবন মালিক নিজ উদ্যোগে আগামী ৩০ দিনের মধ্যে ভেঙ্গে অপসারণ করবেন মর্মে তিনশত টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেন।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক সালেহ আহমদ জাকারিয়া, জোন ৩/২ অথরাইজড অফিসার শেগুফতা শারমীন আশরাফ, সহকারী অথরাইজড অফিসার, শাহরিয়ার ইসলাম, পরিদর্শক আশিকুর রহমান, সহ-রাজউকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।