টাইমস ২৪ ডটনেট:মো: মোতালেব হোসেন রতন, বলেন যে অতিতের সব ব্যর্থতা, গ্লানি মুছে ফেলে বিজয়ী জুলাই-আগস্টের বিপ্লবের চেতনায় নতুন বছরে গণতন্ত্রের অভিযাত্রা শুভ হোক।
মঙ্গলবার গণমাধ্যমকে বলেন ১ জানুয়ারি প্রতিবছর নতুন বার্তা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়। পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ।
বৈষম্যহীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে হবে সকলকে। ২০২৪ সালটি এখন আমাদের মনে সস্মৃতি হয়ে থাকবে। গেছে বছরের বেশকিছু তিক্ত অভিজ্ঞতা যেমন বেদনার্ত করবে আবার অন্যদিকে জুলাই-আগস্টের বিপ্লবের চেতনায় নূতন উদ্যোমে এগিয়ে যেতে তাগিদ সৃষ্টি করবে। বাংলাদেশসহ বিশ্বময় সংঘাত আর অশান্তির ঘটনা প্রবাহে নতুন বছরটিকে গণতন্ত্র, শান্তি ও অগ্রগতির বছরে পরিণত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
মো: মোতালেব হোসেন রতন, বলেন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ আয়ু কামনায় মির্জাপুর ও দেশবাসীর কাছে দোয়া চাই।
জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দেশবাসী, প্রবাসী বাংলাদেশি এবং বিশ্ববাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।