ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মো. আব্দুল জব্বার : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি)-৩য় পর্যায় শীর্ষক প্রকল্প সমবায় অংশের সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি লিঃ এর সদস্যদের অংশগ্রগণে মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ঘটিকায় ফুলবাড়িয়া উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে বিআরডিভি“র হলরুমে উক্ত প্রশিক্ষণ কোর্সে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোছাম্মৎ আফরোজা খাতুন, উপজেলা কৃষি অফিসার নূর মোহাম্মদ, ত্রিশাল উপজেলা সমবায় অফিসার মো: মীর কাশেম এবং স্বাগত বক্তব্য রাখের ফুলবাড়িয়া উপজেলা সমবায় অফিসার মো: জাহাঙ্গীর আলম।
এ সময় কোর্স পরিচালক ও পরিদর্শক মো: রফিকুল ইসলাম ও মোহাম্মদ মামুনুর রশীদ আকন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উক্ত মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ কোর্সে ২০টি সমিতির ৬০জন সদস্য অংশগ্রহণ করেন।