বাংলাদেশ

ঢাকাস্থ চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম ঢাকা-র নবনির্বাচিত সভাপতি মুজিব ও সম্পাদক রোকন

টাইমস ২৪ ডটনেট : ঢাকাস্থ চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন ‘চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকার (CJFD) নবনির্বাচিত নতুন কমিটি (২০২৫-২০২৬) গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দৈনিক যুগান্তর-এর বিশেষ প্রতিনিধি মুজিব মাসুদ এবং সাধারণ সম্পাদক বাসস-এর বিশেষ প্রতিবেদক মোয়াজ্জেম হোসেন রোকন নির্বাচিত হয়েছেন।

আজ ২৮ ডিসেম্বর ২০২৪ সন্দ্বিপ ভবনে সিজেএফডির নিজস্ব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে ফোরাম সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কাশেম মাহমুদ (বাসস), যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সিকদার (বৈশাখী টিভি) অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম রানা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার হাসান (শাহরিয়ার বাঁধন) (গ্লোবাল টেলিভিশন ) এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এস এম জিয়া (সরাসরি)। এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- কমর উদ্দিন (চাটগাঁ), হুমায়ুন কবির(যুগান্তর), উম্মুন নাহার আজমি (ইন্ডিপেন্ডেন্ট টিভি),শিপংকর শীল (ভোরের আকাশ),
এর আগে সিজেএফডির ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মামুন আবদুল্লাহ। সিজেএফডির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী, আনিস আলমগীর,শাহীন উন আলম, মোস্তফা কামাল, মাসুমুর রহমান খলিলী, সাইফ ইসলাম দিলাল, মামুন আবদুল্লাহ, শামীম জাহাঙ্গীর। নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিজেএফডির সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা ও মাসুমুর রহমান খলিলী।

Related Articles

Back to top button