topআন্তর্জাতিক

রাশিয়ায় ইউক্রেনের হামলা, এক রাতে ধ্বংস ১৯ ড্রোন

টাইমস ২৪ ডটনেট: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতে রাশিয়ার ভূখণ্ডে বিভিন্ন স্থাপনার ওপর হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এ সময় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।শনিবার মন্ত্রণালয়টির এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার মাটিতে সন্ত্রাসী হামলার প্রচেষ্টা চালিয়েছিল। এ সময় ফিক্সড-উইং ইউএভি (ড্রোন) ব্যবহার করা হয়। তবে দায়িত্বে থাকা রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের ১৯টি ড্রোন ধ্বংস করেছে। যার মধ্যে বেলগোরদ অঞ্চলে ৯টি, ভোরোনেজ অঞ্চলে ৫টি, কৃষ্ণ সাগরে ৩টি, কুর্স্ক অঞ্চলে ১টি এবং ক্রাসনোদার অঞ্চলে ১টি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এই হামলার প্রচেষ্টা রাশিয়ার স্থাপনাগুলোর সুরক্ষা বিঘ্নিত করার উদ্দেশ্যে করা হয়েছিল। তবে তা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণভাবে ব্যর্থ করা হয়েছে।


সূত্র: তাস।

Related Articles

Back to top button