টাইমস ২৪ ডটনেট:উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান: শিক্ষার বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা, মেডিকেল ভাতা, সর্বজনীন বদলি বাধ্যতামূলক করতে অধ্যক্ষ- উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশ এর দাবি।
শনিবার ২১ ডিসেম্বর, সকাল ১১ টায় পুরানা পল্টন আজাদ সেন্টারে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশের সভাপতি অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে তারা ২৬টি দাবি উপস্থাপন করেন।
অন্তর্বতী কালীন সরকারের নিকট অবিলম্বে বোর্ড সমুহে চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক সহ শূন্য পদ পূরণ করে বোর্ড সমুহে, বিদ্যালয় ও কলেজ পরিদর্শক সমুহ সচল করে কলেজে ও মাদরাসার কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার দাবি জানান। নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসায় পরিদর্শনের নামে পরিদর্শকগন শিক্ষকদের কাছে ঘুষ দাবি করেন বলেও অভিযোগ করেন। এমপিও ভুক্তির জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করেন কর্মকর্তা
পরিচালক ও ডিডি, অর্থ না দিলে এমপিও ভুক্ত হয় না। এভাবে শিক্ষক কর্মচারিদের থেকে লক্ষ লক্ষ টাকা জোর পূর্বক আদায় করেন এমপিওভুক্ত করার কর্মকর্তারা। ডিডি অফিসের ঘুষ বন্ধ করার ব্যবস্থা গ্রহণের দাবি জানান হয়। ঘুম দুর্নীতি বন্ধ না হলে শিক্ষক কর্মচারি সমাজ ঘুস বন্ধের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে বাধ্য হবে।
অবিলম্বে কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের সদস্যদের পদায়ন করে অবসর কল্যাণে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করে অবসর প্রাপ্ত শিক্ষকদের সমস্যার সমাধানের জোর দাবি জানান।
যে সমস্ত কলেজে অধ্যক্ষ নেই বেআইনি ভাবে ভয় দেখিয়ে বিতাড়িত করা হয়েছে, বর্তমানে অনেক জুনিয়র দলীয় ক্যাডারকে অধ্যক্ষ পদে বসিয়ে লুটপাট করেছেন বলে উল্লেখ করেন তারা, ঐ সমস্ত কলেজে অবিলম্বে অধ্যক্ষ নিয়োগ এবং স্বৈরাচারীদের দোসরদের অপসারণের দাবি জানান।
শিক্ষক প্রশিক্ষণ কলেজ শিক্ষক কর্মচারি, অনার্স মাস্টার্স পাঠদানকারী শিক্ষক কর্মচারিদের এমপিওভুক্ত করার দাবি করে বলেন শিক্ষক সমাজ চরম বৈষম্যের শিকার তারা আন্দোলনে নামতে বাধ্য হবে , তার আগেই তাদেরকে এমপিওভুক্ত করার দাবি জানান।
বিগত সরকারের দোসর কতিপয় অধ্যক্ষ কর্তৃক শিক্ষক কর্মচারিদের হয়রানির তীব্র নিন্দা এবং হয়রানি বন্ধ করে অভিযুক্ত অধ্যক্ষদের বিচারের মুখোমুখি করতে হবে।
প্রাথমিক বিদ্যালয়ে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, পূর্বের ন্যায় হাই স্কুলে হেড মাওলানা ও সহকারী মৌলুভী নিয়োগ দিতে হবে । অবিলম্বে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা বিষয় খোলার অনুমোদন ও ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানান তারা।
গত ৫১ বছরে একটি ইবতেদায়ি মাদরাসাও এমপিওভুক্ত করা হয়নি। সাবেক প্রধানমন্ত্রী ৪৩১২ টি ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করার অনুমোদন দিলেও তা এমপিওভুক্ত করা হয়নি, অবিলম্বে ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণ করার দাবি জানান তারা।
যুগের চাহিদা মেটাতে যে সমস্ত কলেজে অনার্স চালু করা যায় ঐ সমস্ত কলেজে জরুরি ভাবে অনার্স খোলার অনুমতি দিয়ে শিক্ষক নিয়োগ করার দাবি তুলে ধরেন।
ডিগ্রি কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষদের মানসম্মত স্কেল, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উপাধ্যক্ষ পদ সৃষ্টির দাবি জানান।
অন্যায় ভাবে সকল বরখাস্তকৃত শিক্ষকদের পুন:বহালের দাবি, কমিটি প্রথা বাতিল করে সরকারি প্রতিষ্ঠানের ন্যায় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।
গর্ভনিংবডি বাতিল করে সরকারি কলেজের মত কলেজ পরিচালনা করতে হবে, এবং শিক্ষক কর্মচারিদের তিন বছর পর পর বদলি, ও নির্বাহী আদেশে অধ্যক্ষ উপাধ্যক্ষ দের প্রতি দুই বছর অন্তর বদলি নিয়ম চালু করতে হবে।
কামিল মাদরাসায় অনার্স পাঠদানের জন্য পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং যে সকল কলেজে ডিগ্রি কোর্স চালু করা হয়েছে কিন্তু ডিগ্রি পাঠদান কারি শিক্ষকদের এমপিওভুক্ত করা হয়নি অবিলম্বে তাদের এমপিওভুক্ত করার দাবি করেন তারা।
বেসরকারি শিক্ষক কর্মচারিদের একই সময়ে সরকারি শিক্ষকদের সাথে মহার্ঘ ভাতা প্রদান, সরকারির ন্যায় প্রতি জেলা উপজেলায় একটি পুরুষ ও একটি মহিলা মাদরাসা জাতীয় করণ, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে সাধারণ স্কুল কলেজের ন্যায় ধর্ম শিক্ষা ১০০ শত নম্বর চালু করার দাবি জানানো হয়।
দেশের সকল বিষয়ে সংস্কার কমিটি গঠিত হলেও শিক্ষা সংস্কার কমিটি গঠিত হয় নি, অবিলম্বে অভিজ্ঞ শিক্ষাবিদদের নিয়ে শিক্ষা সংস্কার কমিটি গঠনের দাবি করেন।
ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি করে শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি করেন।
অনুষ্ঠানে শিক্ষায় বৈষম্য নিরসনে বেসরকারি শিক্ষার সমস্যা সমাধানের লক্ষ্যে বৈষম্য নিরসনের দাবিতে এক বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারি জোট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এই সময় উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মোঃ আনিসুল হক,অধ্যক্ষ, অধ্যক্ষ মোহাম্মদ নুরুল্লাহ, অধ্যক্ষ মোঃ আবদুল মতিন, অধ্যক্ষ ড. মোঃ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ ড. আবদুল আউয়াল মোল্লা, অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহাব, অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, সহকারি অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রধান শিক্ষক আবদুর রহীম সরকার, প্রধান শিক্ষক আবদুল মান্নান মন্নাফি প্রমুখ ।