বাংলাদেশ

বেনাপোল সীমান্ত থেকে মাদক সহ ৪৩ লাখ টাকার ভারতীয় পন্য আটক

মসিয়ার রহমান কাজল,বেনাপোল থেকে :যশোরের বেনাপোল সীমান্তের আইসিপি, বেনাপোল, আমড়াখালী চেকপোস্ট, কাশিপুর, পাঁচপীরতলা বিওপির সীমান্ত সংলগ্ন বেশ কয়েকটি পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৪৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল,ফেনসিডিল ও দেশি-বিদেশি মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

বুধবার এবং বৃহস্পতিবার সকাল সন্ধ্যা সীমান্ত এলাকা পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য এবং মাদকের চালান আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান,নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, কাশিপুর বিওপি এলাকায় দুইদিনে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৪৩ লাখ মূল্যের ভারতীয় শাড়ী, থ্রী-পিচ, চাদর, কম্বল, ফেনসিডিল, দেশি-বিদেশি মদ এবং বিভিন্ন প্রকারের কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

আটক মালামাল বেনাপোল কাস্টমসে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই অধিনায়ক।

 

Related Articles

Back to top button