টাইমস ২৪ ডটনেট, ঢাকা: গত ১৫/১২/২০২৪ খ্রিঃ রাত্রি ০০.৪০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,
উত্তরা পশ্চিম থানাধীন ০৩নং সেক্টরস্থ পাকার মাথা নামক স্থানের ২০/এ নম্বর রোডের মাথায় পাকা রাস্তার উপর ০২ জন ব্যক্তি মোটর সাইকেলসহ মাদক বিক্রয়ের জন্য অপেক্ষা করিতেছে। এমন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম
দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ রমজান আলী (২৩), পিতা- মোঃ নজরুল ইসলাম@ নজু, সাং-মৌয়াগাঁছা (বিএসসিপাড়া), থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর, ২। মোঃ আব্দুল মান্নান (৪২), পিতা-মোঃ মমতাজ আলী, সাং-জামালপুর (পাইকারপাড়া), থানা-বীরগঞ্জ জেলা-দিনাজপুর, এ/পি- সাং-কছিম উদ্দিন সড়ক (বাবুল সিকদারের বাড়ির ভাড়াটিয়া), থানাবাসন, জেলা-গাজীপুরদ্বয়কে আটক করেন।এসময় আটকৃতদ্বয়ে হেফাজত হতে ০৫(পাঁচ)কেজি গাঁজা ও মাদক বহনকাজে ব্যবহৃত ০১টি অঢ়ধপযব জঞজ ১৫০ ঈঈ মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।আসামী গ্রেফতার ও জব্দকৃত আলামত সংক্রান্তে এসআই(নিরস্ত্র)/ বাদী শাহীন মাহমুদ উত্তরা পশ্চিম থানায় এজাহার দায়ের করলে উত্তরা পশ্চিম থানার মামলা নং-৩০, তারিখঃ-১৫/১২/২০২৪ খ্রি. ধারা-৩৬(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতার কালে তাদের হেফাজত হতে ০৫(পাঁচ) কেজি গাঁজা ও মাদক বহনকাজে ব্যবহৃত ০১টি apache RTR ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়