বাংলাদেশ

তারুণ্যের শক্তিই রুখবে দেশি-বিদেশী ষড়যন্ত্র: হাসান আহমেদ চৌধুরী কিরণ

টাইমস ২৪ ডটনেট: ছাত্র-জনতার বিপ্লবে স্বৈরাচার পতনের সুফল আমাদের ধরে রাখতে হবে। দেশি-বিদেশি কোনো চক্র যাতে রাষ্ট্রের আর কোনো ক্ষতি করতে না পারে তার জন্য আজকের এই তরুণ শিক্ষার্থীসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারুণ্যের শক্তিই রুখবে দেশি-বিদেশী ষড়যন্ত্র। গত ১৫ বছরে পতিত আওয়ামী সরকার দেশের আইন-বিচার, নির্বাচন, স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসনসহ সকল প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙ্গে দিয়েছে। দিনের ভোট রাতে, আমি আর ডামি  ভোটের মাধ্যমে জোরপূর্বক বিনা ভোটের নির্বাচনে ক্ষমতা দখল করে রেখেছিলো।

দেশে চোরতন্ত্র, ডাকাততন্ত্রসহ গুম-খুনের রাজত্ব কায়েম করেছিলো পতিত আওয়ামী সরকার। দেশের শিক্ষা ব্যবস্থাকে খাদের কিনারে নিয়ে গিয়েছিল। পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃত করা হয়েছিলো। এখন সময় এসেছে সকল অন্যায় দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। ছাত্রজনতার এই বিপ্লবে যারা শহিদ হয়েছে তাদের রক্ত বৃথা যাবে না। তবে ৫ আগস্ট আওয়ামী সরকার পালিয়ে যাবার মাধ্যমে আমাদের মুক্তি মিললেও মুক্তির আন্দোলন শেষ হয়নি। স্বৈরাচারের দোসররা দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য এখনো তাদের অপচেষ্টা অব্যাহত রেখেছে। যা দেশের সকল শ্রেণি পেশার মানুষ ঐক্যবদ্ধভাবেপ্রতিহত করবে।

আজ বুধবার ময়মনসিংহ টাউন হলে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

উইজডম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সিইও মোঃ মজিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রনিকা ফেরদৌস।

“গণতন্ত্র ও আদর্শ সরকার” শীর্ষক গ্র্যান্ড ফাইলাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকসহ সহস্রাধিক শিক্ষার্থীউপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button