বাংলাদেশ

অনুপ্রবেশকারী নয়, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করুন: আমিনুল হক

টাইমস ২৪ ডটনেট: ঢাকা-১৮ আসনের অন্তর্গত উত্তরখান থানা বিএনপি’র কর্মীসভা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা নিয়ে আয়োজিত কর্মশালায়-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ মানুষকে সাথে নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতে কাজ করতে আমরা বদ্ধপরিকর। এছাড়া দলকে সু-সংঘটিত করতে অনুপ্রবেশকারীদের মূল্যায়ন না করে, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে জানান ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক।
সোমবার বিকেলে রাজধানী উত্তরা উত্তর খান এলাকায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করতে চাই। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, যারা ৫ই আগষ্টের পূর্বে রাজ পথে ছিলেন দল তাদেরকে সর্বোচ্ছ মূল্যায়ন করবে। কোন নেতা যদি আওয়ামী লীগের কাউকে দলে প্রবেশ করানোর চেষ্টা করেন, তিনি সব হারাবেন। কোন অনুপ্রবেশ কারীর স্থান বিএনপিতে হবে না, আগামী নির্বাচন হবে নিরপেক্ষ। রাজনীতিতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের সমর্থন। এই সমর্থনকে যে কোন ভাবে আমাদের পক্ষে রাখতে হবে।

Related Articles

Back to top button