topআন্তর্জাতিক

পালিয়ে মস্কোয় আশ্রয় নিলেন আসাদ

টাইমস ২৪ ডটনেট: সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়ে পালিয়ে রাশিয়ার রাজধানী মস্কোয় গিয়ে আশ্রয় নিয়েছেন।রুশ বার্তাসংস্থা রিয়া নভোস্তি ও তাস ক্রেমলিনের কয়েকটি সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে।খবরে আরও বলা হয়েছে, আসাদ ও তার পরিবারের সদস্যরা মানবিক বিবেচনায় রাশিয়ায় আশ্রয় পেয়েছেন।তবে বিবিসি স্বাধীনভাবে এই খবরের সত্যতা যাচাই করতে পারেনি। বাশার আল-আসাদের সরকারকে টিকিয়ে রাখার পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানায়, পদচ্যুত সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতার পাশাপাশি দেশও ছেড়েছেন।সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলো দামেস্কের দখল নিলে পালিয়ে যান আসাদ।পরে বিদ্রোহীরা রাষ্ট্রীয় টিভি চ্যানেলে জয়ের ঘোষণার পাশাপাশি অন্তর্বর্তী সরকার প্রক্রিয়াকে সহজ করার প্রতিশ্রুতি দেয়।বিদ্রোহীদের দামেস্ক দখলের মধ্য দিয়ে আসাদ পরিবারের অর্ধ শতাব্দীর শাসনের ইতি ঘটে। ব্যক্তিগত একটি উড়োজাহাজে দামেস্ক ছাড়েন বাশার আল-আসাদ। তিনি ২৪ বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন।

 

Related Articles

Back to top button