topআন্তর্জাতিক

সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে তেল আবিবের সরাসরি যোগাযোগ

সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি

টাইমস ২৪ ডটনেট: চলতি গত ২৭ নভেম্বর ইহুদিবাদী ইসরাইল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথে, কিছু দেশের সমর্থনে সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক আক্রমণ শুরু করে এবং অনেক জায়গা দখল করে নেয়। গত রাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক ত্যাগ করার পরপরই ওই দেশটিতে ব্যাপক পরিবর্তন ঘটে।
গতকাল থেকে এ পর্যন্ত সিরিয়ায় কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেয়া হলো:
• ইহুদিবাদী সংবাদ সূত্র জানিয়েছে যে ইসরাইলি মন্ত্রিসভা মন্ত্রীদের সিরিয়া পরিস্থিতি সম্পর্কে মন্তব্য না করার নির্দেশ দিয়েছে।
• আল-আলম: মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতির ব্যাপারে এক প্রতিক্রিয়ায় বলেছেন, ওই দেশটিতে যেসব ঘটনা ঘটছে সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের নাক গলানো উচিত হবেনা এবং দেশটির বর্তমান সংঘাতময় পরিস্থিতির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই।
• আল-মায়াদিন এক প্রতিবেদনে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা “আনোয়ার গারগাশ” সিরিয়া পরিস্থিতির ব্যাপারে এক প্রতিক্রিয়ায় বলেছেন: বেসরকারি পক্ষগুলোকে রাজনৈতিক শূন্যতার অপব্যবহার করার অনুমতি দেওয়া উচিত নয় এবং প্রতিরক্ষা ও সামরিক প্রতিষ্ঠানগুলো সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা উচিত হবে না।
• আল-আলম টিভি চ্যানেল: সিরিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, তিনি বাশার আল-আসাদ এবং প্রতিরক্ষা মন্ত্রী আলী মাহমুদ আব্বাস এখন ঠিক কোথায় আছেন তা তিনি জানেন না।
• ইসরাইলের টিভি চ্যানেল-১১ জানিয়েছে যে তাহরির আশ-শাম গোষ্ঠীর একজন সদস্যের সাথে এক সাক্ষাত্কারে তারা ইসরাইলের প্রতি এই গোষ্ঠীর অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। প্রকাশিত ভিডিওতে, তাহরির আশ-শাম গোষ্ঠীর এই সদস্য ইসরাইলকে উদ্দেশ্য করে বলেছেন, ইসরাইলের প্রিয় প্রতিবেশী ও বন্ধুরা! তাদের ব্যাপারে আমাদের কোনো চরমপন্থা নীতি থাকবে না। আমরা আমাদের এই পছন্দ বা আগ্রহকে ইসরাইলের সাথে শেয়ার করবো।
• ইসরাইলের ওয়াল্লা নিউজ সাইট লিখেছে যে সিরিয়ার তাহরির আশ-শাম গোষ্ঠীসহ বহু গোষ্ঠীর সাথে তেল আবিবের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগ রয়েছে।
• সিরিয়ার আশ-শাম গোষ্ঠী এক টেলিভিশন বিবৃতিতে সে দেশের সমস্ত বন্দীদের মুক্তি দেয়ার কথা ঘোষণা করেছে।
• ইসরাইলি যুদ্ধ বিমানগুলো দক্ষিণ সিরিয়ার কুনেইত্রার উপকণ্ঠে বোমাবর্ষণ করেছে।
• ইহুদিবাদী ইসরাইলের সংবাদ সূত্র জানিয়েছে যে, ইসরাইলের সেনাবাহিনী গোলানে সংরক্ষিত অস্ত্রের গুদাম আক্রমণ করেছে।
• ইসরাইলি রেডিও দাবি করেছে যে ইসরাইলি সেনাবাহিনী সিরিয়ার সাথে সীমান্ত লাইন এবং যুদ্ধবিরতি লাইন বরাবর একটি গভীর পরিখা খনন করছে।
• ইহুদিবাদী মিডিয়া গোলান মালভূমির কুনেইত্রায় ইসরাইলি সেনাবাহিনীর ট্যাঙ্কের আগমনের কথা জানিয়েছে।
• ইসরাইলি আর্মি রেডিও ঘোষণা করেছে যে, সেনাবাহিনী সীমান্তের কাছে সিরিয়ার কুনেইত্রার বাফার জোনে তাদের সামরিক অভিযান শুরু করেছে।
• আন-নাশরাহ ওয়েবসাইট একটি প্রতিবেদনে ঘোষণা করেছে যে, সিরিয়ার আশ-শাম গোষ্ঠী হোমসের সামরিক কারাগার থেকে ৩৫০০ এরও বেশি বন্দিকে পালানোর সুযোগ করে দিয়েছে।
• সশস্ত্র গোষ্ঠীগুলো দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করেছে।
• তাহরির আশ-শাম গোষ্ঠীর একজন কমান্ডার ঘোষণা করেছেন যে সিরিয়ার সরকারী প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়া পর্যন্ত তা প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে। বিরোধীরা আসাদ সরকারের পতনের ঘোষণা দেয়ার পর, সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি বলেছেন, দেশের ভবিষ্যৎ ও সিদ্ধান্তগ্রহণ নিয়ে চিন্তিত সিরিয়ার প্রতিটি নাগরিকের কাছে আমাদের মন্ত্রীপরিষদের হাত বাড়িয়ে দিয়েছি। আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি কেউ যেন জনসাধারণ ও সরকারী সম্পত্তির কোনো ক্ষতি না করে। তিনি আরো বলেছেন, সিরিয়ার জনগণ যাকেই বেছে নেবে তাকে সহযোগিতা করতে তিনি প্রস্তুত।
• ইরান, কাতার, সৌদি আরব, জর্ডান, মিশর, ইরাক, তুরস্ক এবং রাশিয়া এক যৌথ বিবৃতিতে বলেছে, সিরিয়ার বর্তমান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং এই সংকটের রাজনৈতিক সমাধানের দিকে যেতে হবে।
• সিরিয়ার বিরোধীরা বলছে যে তারা এই দেশের রাজধানী দামেস্ক দখল করেছে এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে চলে গেছেন। কয়েক ঘণ্টা আগে বিদ্রোহীরা ঝটিকা হামলায় হোমস শহর দখল করার পর এই ঘোষণা দেয়।

সূত্র: পার্সটুডে।

Related Articles

Back to top button