বাংলাদেশ

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন 

মসিয়ার রহমান কাজল, বেনাপোল থেকে:বেনাপোল স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে করেছেন বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম শাখাওয়াত হোসেন।

শুক্রবার ( ৬ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে তিনি বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে নব নির্মিত উন্নয়নমূলক কাজ এবং নতুন কিছু নির্মানাধীন প্রকল্পের কাজ ঘুরে ঘুরে দেখেন।
পরে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এবং ইমিগ্রেশন পরিদর্শন করেন। সেখানে দুই দেশের যাত্রী যাতায়াতের খোঁজ-খবর নেন। যাত্রী যাতায়াত কম এ বিষয়ে তিনি বলেন, ভারত সরকার ভিসা না দেওয়ায় যাত্রী যাতায়াত কম হচ্ছে। ভিসা না দেওয়ায় আমাদের চাইতে ভারতের ব্যবসায়িরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশের অধিকাংশ রোগী সে দেশে চিকিৎসা নিয়ে থাকেন তাদের একটু ক্ষতি হচ্ছে। এ সময় বেনাপোল চেকপোস্ট পরিবহন ব্যবসায়ীরা উপদেষ্টা মহাদয়ের কাছে পুরাতন বাস টার্মিনাল চালুর কথা জানালে ১৯ টি পরিবহনের কার্যক্রম চালানোর আশ্বাস দেন।পরে  স্থলবন্দরের সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।সবশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে যান উপদেষ্টা। এ সময় আব্দুল্লাহর মা-বাবা এবং পরিবারের খোঁজ-খবর নেন ও তার কবর জিয়ারত করে যশোরের উদ্দেশ্য রওয়ানা দেন। আগামীকাল ভোমরা স্থলবন্দর পরিদর্শনের জন্য তিনি সাতক্ষীরা যাবেন।
উক্ত সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, বিজিবি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিঃজেঃ হুমায়ুন কবির, যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম,৪৯ বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজীব হাসান,সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসিন, বেনাপোল বন্দর পরিচালক(অঃদাঃ)মামুন কবীর, ইমিগ্রেশনের ওসি মোঃ ইব্রাহিম হোসেন সহ প্রমুখ।

 

Related Articles

Back to top button