English

অভিষেকের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে নিমরতের জীবনে নতুন সঙ্গী

টাইমস ২৪ ডটনেট:অভিষেক বচ্চন-নিমরত কৌরের সম্পর্কে রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। তবে এই প্রেম গুঞ্জন নিয়ে অভিষেক বা নিমরত কেউই মুখ খুলছেন না। বরং প্রশ্ন উঠলেই এড়িয়ে যাচ্ছেন এসব বিতর্ক। ঠিক এরই মাঝে নিমরত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নতুন সঙ্গীর ছবি শেয়ার করলেন। যার সঙ্গেই আজকাল বিকেলে চায়ের আড্ডা জমছে অভিনেত্রীর।
নিমরত তার ইনস্টাগ্রামে একটা স্টোরি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, বিড়ালের সঙ্গে বসে রয়েছেন তিনি। আর সেই পোস্টেই লিখলেন, ‘বাড়ি ফিরলাম। চায়ের সঙ্গীর সঙ্গে বসে রয়েছি।’সদ্য ‘সিটাডেল হানি বানি’ সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন নিমরত। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি জুনিয়র বচ্চনের সঙ্গে সম্পর্কের কথা না বললেও নিজের প্রেম জীবন নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, ‘আমি সিঙ্গেল। কোনও সম্পর্কে নেই।’ পাশাপাশি সিঙ্গেল মেয়েদের ঘুরতে যাওয়ার বিষয়ে পরামর্শও দিয়েছেন তিনি। এদিকে সম্প্রতি বচ্চন পরিবার ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, ‘অভিষেক বর্তমানে অন্য অনেক কিছু নিয়ে সমস্যায় রয়েছেন।’ অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যে চিড় ধরার খবর নতুন নয় এর মাঝেই নতুন গুঞ্জন, অভিষেক বচ্চনের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নিমরত কৌর। এর আগে অভিনেত্রীর নাম জড়িয়েছিল রবি শাস্ত্রীর সঙ্গে। নেটপাড়াতেও ঐশ্বরিয়া রাই এবং নিমরত কৌরের তুলনা টেনে আলোচনা-সমালোচনা হচ্ছে।

Related Articles

Back to top button